সাত পাকে বাধা পড়লেন সুস্মিতা সেন-এর ভাই, অসুস্থতা কাটিয়ে এখন ভালোই আছেন নায়িকা

  • বিয়ে করলেন সুস্মিতা সেন-এর ভাই
  • সকলের অলক্ষ্যেই সারলেন বিয়ে
  • ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়
  • এখন ভালোই আছেন সুস্মিতা সেন, সোশ্যাল মিডিয়ায় জানালেন সেই খবর।

বিয়ের মরশুমে এবার সাত পাকে বাধা পড়লেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই খবর প্রকাশ্যে আসে। কারণ সানাই বাজিয়ে, মহা সমারহে, ডেস্টিনেশন ওয়েডিং নয়, কেবলই কোর্ট ম্যারেজেই সারলেন বিয়ে। ফলেই ফলাও করে বিয়ের খবর প্রকাশ্যে আসেনি রবিবারের আগে। রবিবার নিজের প্রফাইলে বিয়ের ছবি শেয়ার করার পরই, পরে যায় শোরগোল।  
তবে পাত্রীকে চেনেন সকলেই, টেলিভশন অভিনেত্রী চারু আসোপা। দীর্ঘদিনের প্রেম পর্ব সেরে পরিশেষে বিয়ে করলেন এই জুটি। গত সাতই জুন বিয়ে করেন তারা, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন দুজনেই। রাজীবের পরনে সাদা পাঞ্জাবী ও চারুর পরনে লাল শাড়ি। নবদম্পতিকে শুভেচ্ছাও জানান সবাই সোশ্যাল মিডিয়ায়।
এই খবরে বেজায় খুশি সুস্মিতা সেন। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে এখন তিনি সুস্থই আছেন, সোশ্যাল মিডিয়ায় সেই খবরও জানালেন নায়িকা। ২০১৪ সালে নির্বাক ছবি শ্যুটিং চলাকালিন হঠাৎ অসুস্থ হয়ে পরেন নায়িকা। নানা পরীক্ষার পর ডাক্তার জানিয়েছিলেন শরীরে হরমোন জনিত সমস্যার কারণে তিনি দুর্বল হয়ে পরছেন। তারপরই টানা দুবছর আট ঘন্টা ছাড়া ছাড়া স্টেরয়েড নিতে শুরু করলেন তিনি। মাঝে মধ্যেই বিষন্নতা গ্রাস করেছিল তাকে। ভেঙে পরেছিলেন বারবার। দুটো বছর একপ্রকার যুদ্ধ করেই কাটান তিনি। তবে এখন আগের থেকে অনেক বেশি ভালো আছেন। নিজের কঠিনতম দিনের কথা জানিয়ে পোস্ট করেন সুস্মিতা সেন।

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News