আবারও প্রসঙ্গ বলিউড মাফিয়া, সুশান্তের জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাইরাল একাধিক স্টার

  • সুশান্ত সিং রাজপুতের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ঝড়
  • ফিরে ফিরে আসছে ১৪ জুনের স্মৃতি 
  • দুঃস্বপ্নের রাত আজও ভোলেনি কেউ 
  • সোশ্যাল মিডিয়ার পাতা ভরছে শুভেচ্ছা বার্তায়

সুশান্ত সিং রাাজপুতের ৩৫ তম জন্মদিন। প্রয়াত অভিনেতার স্মৃতিতে তাই আজ ভেসেছে গোটা নেটবাসী। সকলের চোখে মুখে একটাই প্রশ্ন আবারও ফিরে ফিরে আসছে, সত্যি কি দরকার ছিল এমন কোনও পদক্ষেপ নেওয়া, কেন চলে যেতে হল এমন এক প্রাণবন্ত অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে বন্ধু সিদ্ধার্থ গুপ্ত জানান, শুভ জন্মদিন, তোমার অভাব ভীষণ অনুভব করি। শুধু তুমিই জানো, আমার কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আমাকে জানানোর জন্য কীভাবে শর্ত ছাড়াও ভালোবাসা যায়। 

 

Latest Videos

 

সোনচিড়িয়ার ছবি শেয়ার করে সুশান্তের উদ্দেশ্যে মনোজ বাজপেয়ি লেখেন- সব সময় মনে থাকবে, সব সময় তোমার কাজ প্রশংসিত হবে। সব সময় মনে রাখব যে সুন্দর সময় তোমার সঙ্গে আমরা কাটিয়েছি। 

 

 

সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে একটা কাপুর লেখেন- সুশি সর্বকালের ভালোবাসা তোমার জন্য। তুমি সব সময়ের ভালোবাসা আর উজ্জ্বল তারা হয়েই থাকবে। 

 

 

বলিউড মাফিয়াদের প্রসঙ্গ আবারও এই বিশেষ দিনে তুলে ধরেন কঙ্গনা রানাওয়াত। তিনি লেখেন তিনি দুঃখিত কেন সুশান্তের পাশে সঠিক সময় দাঁড়াতে পারেননি। 

 

 

সরলতা ও মুখে ছোটদের মত লেগে থাকা হাসি, কৃতি স্যানন এভাবেই মনে রাখতে চান প্রিয় অভিনেতা সুশান্তকে। এভাবেই এি বিশেষ দিনে সুশান্ত স্মৃতিতে ভাসছে গোটা সেলেব মহল। পোস্ট, ছবি, ভিডিওতে ভাসছে ভক্তমহল। 
 

Share this article
click me!

Latest Videos

Canning News Today: আধার কার্ড সংযোজন করতেই আবাসের টাকা লোপাট! ঘটনায় চাঞ্চল্য South 24 Parganas
থর থর কাঁপছে বাংলাদেশ, শক্তি বাড়িয়ে নিল ভারতীয় নৌবাহিনী, দেখুন ভিডিও
‘Mamata Banerjee-কে Saokat Molla মারতে গিয়েছিল’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
Nadia Latest News: দেড় মাস বন্ধ পেনশন! কপালে দুশ্চিন্তার ভাঁজ, বিক্ষোভে নামলেন অবসরপ্রাপ্ত কর্মীরা
Live: স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে বিজেপি, দেখুন সরাসরি