হৃদরোগে আক্রান্ত কোরিওগ্রাফার রেমো ডিসুজা, ভর্তি রয়েছেন মুম্বইয়ের হাসপাতালে

Published : Dec 11, 2020, 09:06 PM IST
হৃদরোগে আক্রান্ত কোরিওগ্রাফার রেমো ডিসুজা, ভর্তি রয়েছেন মুম্বইয়ের হাসপাতালে

সংক্ষিপ্ত

হৃদরোগে আক্রান্ত রেমো ডিসুজা  করা হয়েছে অ্যাঞ্জিওগ্রাফি  স্থিতিশীল রয়েছেন তিনি   

হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার বিকেলে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছেন কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডিসুজা। ৪৬ বছরের রেমোকে অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে তাঁর আত্মীয়রা। তাঁকে রাখা হয়েছে আইসিইউতে। হাসপাতালের তরফ থেকে জানান হয়েছে তাঁর অ্যাঞ্জিওগ্রাফি হয়েছে। চিকিৎসকরা বলেছেন রেমো ডিসুজার হার্ট অ্যাটার্ক হয়েছিল। তাঁর হৃষযন্ত্রে কতগুলি ব্লকেজ রয়েছে বলেও জানান হয়েছে।

 

কোরিওগ্রাফার হিসেবে বেশ কয়েক বছর ধরেই দাপিয়ে সুনামের সঙ্গে কাজ করছেন টিনসেল টাউনে। কিক, জিরো, বাজিরাও মাস্তানি, বজরঙ্গী ভাইজানসহ একাদিক ছবিতে কাজ করেছেন তিনি। পেয়েছেন পুরষ্কারও। ডান্স ইন্ডিয়া ডান্স, ডান্স প্লাস, ঝলক দিখলা জা-র মত ডান্স শোয়ে তিনি বিচারকের ভূমিকাও পালন করেছিলেন। এদিন তাঁর পরিচিত, আত্মীয় ও সহকারীরা তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। 

 

 

১৯৯৫ সালে বলিউডে পা রেখেছিলেন রেমো ডিসুজা। ২০০৩ সালে চামিলি ছবির করিওগ্রাফি করেন। তারপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এবিসিডি ও এবিসিডি২ দুটি ছবি পরিচালনাও করেছেন তিনি। করোনা মহামারির মধ্যেই তিনি গোয়ায় গিয়েছিলেন একটি ছবির গানের দৃশ্য শ্যুট করার জন্য। সেই সময় তিনি জানিয়েছিলেন তিনি কাজ করতে ভালোবাসেন। করোনার জন্য তিনি চার মাস ছুটি কাটাতে বাধ্য হয়েছেন। এবার পুরোপুরি কাজে ফিরতে চান বলেও জানিয়েছিলেন তিনি। মহামারির কারণে খুব অল্পসংখ্য সদস্য নিয়েই তিনি গানের দৃশ্য শ্যুট করেছিলেন বলেও জানিয়েছিলেন। অধিকাংশই পিপিই কিট পরে কাজ করেছিল সেইদিন।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

বদলে দেওয়া হয়েছিল সিনেমার গল্প, সিকান্দার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রশ্মিকা
মেয়ের পর পাশে পেলেন পরিচালক কৈলাস মেননকে, ফের বিতর্ক এআর রহমানের মন্তব্য ঘিরে