দুর্ঘটনায় প্রয়াত রিয়েল লাইফ যোদ্ধা কর্নেল চৌহান, হৃত্বিকের সঙ্গে রিল লাইফেও সামলেছেন বর্ডার

  • পথ দুর্ঘটনা এবার প্রাণ কাড়ল কর্নেল চৌহানের
  • রবিবার ভোরেই ভয়াবহ দুর্ঘটনার কবলে কর্নেল
  • রিল লাইফেও ঝড় তপলেছিলেন হৃত্বিকের সঙ্গে
  • লক্ষ্য ছবিতে তাঁকে পাওয়া অন্য লুকে 

পথ দুর্ঘটনায় প্রণ হারালেন কর্নেল চৌহান। দেশের জন্য ছিল যাঁর নিবেদিত প্রাণ। সীমান্তের পাহারায় শত শত, লক্ষ লক্ষ এমনই মানুষের অবদান, যাঁদের উপস্থিতিতেই দেশবাসীর নিশ্চিন্তে ঘুম। সেই কাজেই ব্রত ছিলেন কর্নেল চৌহান। রবিবার তিনি চলে গেলেন চিরনিদ্রায়। গাড়ির দুর্ঘটনাই কাড়ল প্রাণ। সূত্রের খবর অনুযায়ী রবিবার ভোরে তাঁর গাড়ির টায়ার ফেটে দুর্ঘটনা ঘটে। যার ফলে গাড়ি ছিটকে যায় ও প্রাণ হারান কর্নেল। 

আরও পড়ুনঃ সুশান্ত মৃত্যু তদন্তে আরও এক নাম, মাদক চক্রের খোঁজ , এবার গ্রেফতার রিয়ার ভাইয়ের বন্ধু

Latest Videos

তবে কর্নেল চৌহানকে দেশবাসী অন্য লুকেও পেয়েছেন। হৃত্বিক রোশানের ছবি লক্ষ্যতে সহ অভিনেতার ভুমিকাতে কাজ করেছিলেন তিনি। সীমান্ত নিয়ে তৈরি এই ছবির পরতে পরতে থাকা দেশভক্তির গল্প গাঁথাকে এক ভিন্ন লুক দিয়েছিলেন কর্নেল। রিয়েল লাইফ যোদ্ছাকেই পর্দায় পেয়েছিলেন দর্শকেরা। বাকিদের কাছে তা অভিনয় হলেও, তাঁর কাছে ছিল একটি ডেমো মাত্র। বাস্তবের ছবিটা তিনি খুব কাছ থেকেই দেখেছিলেন। 

 

 

বিকানার থেকে জয়পুর যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা ঘটে। আর্মি অফিসারদের একটি গাড়ির টায়ার ফেটে যাওয়াতেই ঘটে বিপত্তি। গাড়ি উল্টে কর্নেল মনিশ সিং চৌহান ও মেজর নীরজ শর্মা প্রাণ হারান। ছবি করার সূত্রে পরিচিত ছিল তাঁর বিটাউনের সঙ্গেও। সেখানেও নেমেছে শোকের ছায়া। কর্নেলের প্রয়াণের খবর প্রকাশ্যে আশামাত্রই সোশ্যাল মিডিয়ার পাতায় ভরতে থাকে শোকবার্তা। 

Share this article
click me!

Latest Videos

Live: স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে বিজেপি, দেখুন সরাসরি
LIVE: স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে একহাত নিলেন Suvendu Adhikari! দেখুন সরাসরি
Nadia Latest News: দেড় মাস বন্ধ পেনশন! কপালে দুশ্চিন্তার ভাঁজ, বিক্ষোভে নামলেন অবসরপ্রাপ্ত কর্মীরা
Rashifal Today: শনিবার ১৮ই জানুয়ারি কেমন কাটবে আজকের এই দিন, জানুন আজকের রাশিফলে
'স্বাস্থ্য দফতরের দায় এড়ানোর জঘন্য অপচেষ্টা', পাল্টা মমতার দিকেই আঙ্গুল জুনিয়র ডাক্তারদের