হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে রয়েছেন কমেডিয়ান রাজু , অবস্থা কি গুরুতর?

Published : Aug 11, 2022, 11:44 AM IST
 হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে রয়েছেন কমেডিয়ান রাজু , অবস্থা কি গুরুতর?

সংক্ষিপ্ত

গতকালই আচমকাই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। জিমে গিয়েই ঘটে গেছে ভয়ঙ্কর দুর্ঘটনা । জিমে গিয়েই ঘটে গেছে ভয়ঙ্কর দুর্ঘটনা । শরীরচর্চা করতে করতেই নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের উপরেই পড়ে যান তিনি। তারপর তড়িঘড়ি করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজু এখনও পুরোপুরি সুস্থ নন। আপাতত ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা।  

গতকালই আচমকাই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। জিমে গিয়েই ঘটে গেছে ভয়ঙ্কর দুর্ঘটনা । শরীরচর্চা করতে করতেই নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের উপরেই পড়ে যান তিনি। তারপর তড়িঘড়ি করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। আরও জানা গেছে পড়ে গিয়েই কার্ডিয়াক অ্যারেস্ট হয় অভিনেতার। এই খবর জানাজানি হতেই ভক্তদের মধ্য উদ্বেগ বাড়ছে এই মুহূর্তে কেমন আছেন অভিনেতা রাজু তা জানার জন্য সকলেই মুখিয়ে রয়েছেন। এইমস-এর কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন  অভিনেতা। 

হাসপাতাল সূত্রে জানা গেছে , রাজু এখনও পুরোপুরি সুস্থ নন। আপাতত ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা।  রাজুরস তুতো ভাই অশোক শ্রীবাস্তব সংবাদমাধ্যমকে জানিয়েছেন,  হৃদরোগে আক্রান্ত হয়েছেন কৌতুকশিল্পী। প্রতিদিনের মতো শরীরচর্চা করছিল রাজু। তবে সেদিন ট্রেডমিলে দৌঁড়তে গিয়েই আচমকা অসুস্থ হয়ে পড়ে যান অভিনেতা। তারপরই তাকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। স্বামীর শরীর খারাপের খবর পেয়েই তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান শিখা শ্রীবাস্তব।

 

 

অভিনেতার পিআর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ভয় পাওয়ার আর কিছু নেই । ইতিমধ্যেই তাকে দুবার সিপিআর দেওয়া হয়েছে। আগের তুলনায় অনেকটাই ভাল আছেন অভিনেতা। কার্ডিয়াক অ্যারেস্ট হলেও ধীরে ধীরে সুস্থ হচ্ছেন রাজু। এবং সকলকেই অভিনেতার দ্রুত আরোগ্য প্রার্থনা করতে বলা হয়েছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন রাজু। এইমস-এর চিকিৎসকরা তার ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। অন্যদিকে অভিনেতার সুস্থতায় কোটি কোটি ভক্ত প্রার্থনা করছে। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা এই রাজুর অসুস্থতার খবরে সকলেই যেন ভেঙে পড়েছেন। তিনি যেন খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেটাই কামনা করছেন অনুরাগীরা তথা টেলিভিশন তারকারা। তিনি এমন একজন মানুষ যেটা কষ্ট পেলে হাঁসাতে পারেন তেমনই আবার অনায়াসেই চোখের জল বার করে দিতে পারেন। কমেডি শো-তে তার কমেডি দেখলে মন ভাল হয়ে যায় নিমেষে। এছাড়া স্টেজ শো-তেও দারুণ কমেডি করেন রাজু। বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছন রাজু।  ৫৮ বছর বয়সী অভিনেতা শুধু কমেডিয়ান বা কৌতুক অভিনেতা নন তিনি ভারতীয় জনতা পার্টির একজন নেতাও। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপি-তে যোগ দিয়েছিলেন।  অভিনেতার অসুস্থতার খবর শুনে সকলেই তার সুস্থতার কামনা করছেন।

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত