চোখের সামনেই বাঘ, জন্মদিনের আগেই মিলল সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট, দীপিকা ভক্তদের মুখে হাসি

  • জন্মদিনের আগেই ভক্তদের দিলেন উপহার 
  • উড়িয়ে দেওয়া সোশ্যাল মিডিয়া পোস্টে মিলল নতুন ঝলক
  • জন্মদিনের শুভেচ্ছায় ভাসল নেট মহল 
  • হু হু করে ছড়িয়ে পড়ল ভিডিও 

নতুন বছরের শুরুতেই বেজায় মনে আঘাত দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। রাতারাতি সরিয়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় সমস্ত পোস্ট। হু হু করে ছড়িয়ে পড়েছিল তা নেট মহলে। ঠিক কী কারণে জল্পনা ছিল তুঙ্গে। কেন এমন সিদ্ধান্ত! এমন কী ঘটল অভিনেত্রীর জীবনে! প্রশ্ন হাজার থাকলেও উত্তর মেলেনি সেভাবে। তবে সোশ্যাল মিডিয়ার পাতা উড়িয়ে দেননি তিনি। সেখানে বছর পড়তেই আবারও পোস্ট করেন দীপিকা। আর জন্মদিনের আগে মেলে সারপ্রাইজ গিফট। 

 

 

সোশ্যাল মিডিয়ায় ভিডিও থেকে ছবি, রাজস্থান ট্রিপ থেকে একের পর এক ছবি ও ভিডিওর কোলাজ শেয়ার করলেন দীপিকা পাড়ুকোন। মুহূর্তে তা ছড়িয়ে পড়ল ভক্তমহলে। মঙ্গলবার অভিনেত্রীর জন্মদিন। সেই বিশেষ দিনের আগেই ভক্তদের যেন রিটার্ন গিফট দিলেন দীপিকা পাড়ুকোন। এক কথায় বলতে গেলে দীপিকা ও রণবীর সিং-এর ট্রিপ সফল।

 

 

বাঘ দর্শন থেকে শুরু করে মনোরম পরিবেশ, মিলেছিল সবই। জঙ্গল সাফারি থেকে শুরু করে বর্নফায়ার, কানায় কানায় পূর্ণ দীপিকার ট্রিপ। জন্মদিনের আগেই একপ্রকার সেলিব্রেশন সারলেন তাঁরা রাজস্থানে। রণবীর সিংও ট্রিপের এক অনবদ্য ভিউ শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়। যদিও দীপিকাকে নিয়ে জন্মদিনে বিশেষ কী পরিকল্পনা তা এখনও স্পষ্ট করেননি অভিনেতা। 

Share this article
click me!

Latest Videos

সতর্ক থাকুন, আজ এই ৪ রাশির দিনটা ভালো কাটবে না! দেখুন আজকের রাশিফল | Rashifal Today | Horoscope
বেআইনি বহুতল আবাসন নির্মাণে Mamata Banerjee-কে কাঠগড়ায় তুললেন Suvendu Adhikari, দেখুন
'শুধু সঞ্জয় কেন, সন্দীপ ও বিনীতকে দোষী সাব্যস্ত করলে খুশি হতাম' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy
রাতের অন্ধকারে পুলিশের চরম তাণ্ডব! রক্ষকই মহিলার সঙ্গে এইরকম করবে ভাবেনি কেউ | North 24 Parganas