দীপিকার কাছে পরিচয়পত্র চাইলেন বিমানবন্দরের রক্ষী! তার পরে কী করলেন নায়িকা

swaralipi dasgupta |  
Published : Jun 23, 2019, 12:16 PM IST
দীপিকার কাছে পরিচয়পত্র চাইলেন বিমানবন্দরের রক্ষী! তার পরে কী করলেন নায়িকা

সংক্ষিপ্ত

বলিউডের দিভা বলতে দীপিকা পাডুকোনের নামটাই সবার আগে উঠে আসে  শুধু অভিনয় বা ফ্যাশন নয়, সৌজন্যবোধ ও ভাল ব্যবহারেও যে তিনি এগিয়ে তা-ই আর একবার প্রমাণ করে দিলেন দীপিকা  তার জন্যএই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বাহবা কোড়াচ্ছেন নায়িকা

বলিউডের দিভা বলতে দীপিকা পাডুকোনের নামটাই সবার আগে উঠে আসে। শুধু অভিনয় বা ফ্যাশন নয়, সৌজন্যবোধ ও ভাল ব্যবহারেও যে তিনি এগিয়ে তা-ই আর একবার প্রমাণ করে দিলেন দীপিকা। তার জন্যএই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বাহবা কোড়াচ্ছেন নায়িকা। 

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওয়ে দেখা যাচ্ছে, মুম্বই বিমানবন্দরে ঢুকছেন দীপিকা পাডুকোন। সেই সময়ে এক রক্ষী তাঁর কাছে পরিচয়পত্র চান। তার পরেই দীপিকা যা করেন, তাতে মুগ্ধ নেটিজেনরা। 

সাধারণত সেলেবদের পরিচয়পত্র দেখাতে বললে, তাঁরা উষ্মা প্রকাশ করেন। দীপিকা সেসব কিছুই করেননি। সাধারণ নাগরিকের মতোই রক্ষীকে জিজ্ঞাসা করেন, আপনি দেখবেন? তার পরেই ব্যাগ হাতড়ে নিজের আই কার্ডটি খুঁজে বের করে রক্ষীকে দেখান। 

 

 

দীপিকার এই ব্যবহার দেখে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বলছেন, যেভাবে সঙ্গে সঙ্গে দীপিকা পরিচয়পত্র দেখালেন তা আমার খুব ভাল লেগেছে। 

কেউ আবার বিমানবন্দরের রক্ষী ও দীপিকা পাডুকোন দুজনেরই ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন। 

প্রসঙ্গত, সম্প্রতি মেঘনা গুলজারের ছপক ছবির শ্যুটিং শেষ করেছেন দীপিকা। এর পরেই শুরু করতে চলেছেন ৮৩-র শ্যুটিং। এই ছবিতে রণবীর সিং-এর বিপরীতে অভিনয় করবেন ঘরনি ডিপি। 
 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী