দীপিকার কাছে পরিচয়পত্র চাইলেন বিমানবন্দরের রক্ষী! তার পরে কী করলেন নায়িকা

  • বলিউডের দিভা বলতে দীপিকা পাডুকোনের নামটাই সবার আগে উঠে আসে
  •  শুধু অভিনয় বা ফ্যাশন নয়, সৌজন্যবোধ ও ভাল ব্যবহারেও যে তিনি এগিয়ে তা-ই আর একবার প্রমাণ করে দিলেন দীপিকা
  •  তার জন্যএই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বাহবা কোড়াচ্ছেন নায়িকা
swaralipi dasgupta | Published : Jun 23, 2019 12:16 PM

বলিউডের দিভা বলতে দীপিকা পাডুকোনের নামটাই সবার আগে উঠে আসে। শুধু অভিনয় বা ফ্যাশন নয়, সৌজন্যবোধ ও ভাল ব্যবহারেও যে তিনি এগিয়ে তা-ই আর একবার প্রমাণ করে দিলেন দীপিকা। তার জন্যএই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বাহবা কোড়াচ্ছেন নায়িকা। 

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওয়ে দেখা যাচ্ছে, মুম্বই বিমানবন্দরে ঢুকছেন দীপিকা পাডুকোন। সেই সময়ে এক রক্ষী তাঁর কাছে পরিচয়পত্র চান। তার পরেই দীপিকা যা করেন, তাতে মুগ্ধ নেটিজেনরা। 

Latest Videos

সাধারণত সেলেবদের পরিচয়পত্র দেখাতে বললে, তাঁরা উষ্মা প্রকাশ করেন। দীপিকা সেসব কিছুই করেননি। সাধারণ নাগরিকের মতোই রক্ষীকে জিজ্ঞাসা করেন, আপনি দেখবেন? তার পরেই ব্যাগ হাতড়ে নিজের আই কার্ডটি খুঁজে বের করে রক্ষীকে দেখান। 

 

 

দীপিকার এই ব্যবহার দেখে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বলছেন, যেভাবে সঙ্গে সঙ্গে দীপিকা পরিচয়পত্র দেখালেন তা আমার খুব ভাল লেগেছে। 

কেউ আবার বিমানবন্দরের রক্ষী ও দীপিকা পাডুকোন দুজনেরই ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন। 

প্রসঙ্গত, সম্প্রতি মেঘনা গুলজারের ছপক ছবির শ্যুটিং শেষ করেছেন দীপিকা। এর পরেই শুরু করতে চলেছেন ৮৩-র শ্যুটিং। এই ছবিতে রণবীর সিং-এর বিপরীতে অভিনয় করবেন ঘরনি ডিপি। 
 

Share this article
click me!

Latest Videos

সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে | Shantipur | Nadia
Daily Horoscope: ৮ জানুয়ারি বুধবার এই ব্যক্তিদের দিনটি খারাপ যাবে, দেখুন আজকের রাশিফল
‘Bangladesh সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ Yunus সরকারকে একহাত নিলেন Nawsad Siddique
'৩ ফুট জায়গা দিলে ভালো হয়' প্রমোটিংয়ের জন্য স্কুলের জমি দখলের চেষ্টা! দেখুন | Sonarpur Latest News
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি