হাউসফুল হোক ছপাক, ডেরেক নিজেই কাটলেন একগুচ্ছ টিকিট

Published : Jan 09, 2020, 03:38 PM IST
হাউসফুল হোক ছপাক, ডেরেক নিজেই কাটলেন একগুচ্ছ টিকিট

সংক্ষিপ্ত

ছবির টিকিট কেটে দীপিকার পাশে ডেরেক ছপাক হক হাউসফুল ১০ জানুয়ারি মুক্তি পাবে ছবি টিকিট উপহার দিলেন সহকর্মীদের

২০২০-র শুরু থেকেই একের পর এক জটিলতা পড়তে হচ্ছে ছাপাক ছবিকে। প্রথমে ছবির স্বত্ত্ব, তারপর গল্প কিংবা ছবির চিত্রনাট্য, একাধিক জটিলতাতে জড়িয়ে পড়েছে ছাপাক ছবি। রবিবার জেএনইউ ঘটনার পর যখন সকলেই সরব হয়েছিলেন নেট দুনিয়ায়, সেই তালিকাতে সামিল হয়েছিলেন দীপিকা পাড়ুকোনও। মঙ্গলবার ঐশী-র সঙ্গে গিয়ে দেখাও করে এসেছিলেন তিনি। 

আরও পড়ুনঃ ছপাক মুক্তির আগে নয়া দাবি কঙ্গনার বোনের, জানালেন হামলাকারী কে

এরপর থেকেই নেট দুনিয়ায় ওঠে দীপিকা বয়কটের ডাক। পাশাপাশি প্রশ্ন তোলা হয় কেন তিনি জেনএনইউ-তে গিয়েছিলেন! শুধু দীপিকাই নন, পাশাপাশি ছাপাক ছবি বয়কটের ডাকও ওঠে নেট দুনিয়ায়। যদিও এই প্রসঙ্গে যথেষ্ঠ আত্মবিশ্বাসী দীপিকা। পাশে পেয়েছেন সব বলিউড তারকাদের। তাঁর বিশ্বাস ছাপাক ছবি দর্শকদের মন ছোঁবে। 

 

 

এবার দীপিকার আত্মবিশ্বাসকে আরও এক ছাপ এগিয়ে দিলেন ডেরেক ওব্রায়েন। ছাপাক ছবি মুক্তির আগেই কেটেনিলেন প্রথম দিন প্রথম শো-এর একগুচ্ছ টিকিট। উপহার দিলেন নিজের সহকর্মীদের। সকলেই দেখুক এই ছবি। নিজেই সোশ্যাল মিডিয়াতে এই খবর জানালেন ডেরেক। সঙ্গে তিনি এও বলেন যে দীপিকার ছবির ভক্ত ছিলেন তিনি এতদিন। এবার দীপিকার ভক্ত হয়ে উঠেছেন। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

রাজকুমার পেরিয়াস্বামীর পরিচালনায় আসছে 'D55'! ছবির মুখ্য চরিত্রে কে থাকছে জানেন?
Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই