'হ্যাপি বার্থডে মাম্মা', ৪০-এর জন্মদিনে এটাই সেরা উপহার কোয়েল মল্লিকের

বৃহস্পতিবারই ৪০-শে পা দিলেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। এবারের জন্মদিনটা যেন একটু স্পেশ্যাল কোয়েলের কাছে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। তবে সকলের মধ্যে জন্মদিনের সবচেয়ে বড় উপহার দিয়েছে ছেলে কবীর। বরাবরই পরিবারের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করেই এই স্পেশ্যাল দিনটি কাটান কোয়েল মল্লিক। প্রথমসারির সংবাদমাধ্যমকে কোয়েল জানিয়েছেন, সকালে বাবা ও মায়ের কাছে ঘুরে এসেছেন। এবং দুপুরটা আমার আর রানের। এবং রাতের বেলা আমাদের বাড়িতে এসেছেন আমার মা ও বাবা। একসঙ্গে মজা, হুল্লোড়, খাওয়া-দাওয়া , গল্প, আড্ডায় জন্মদিন সেলিব্রেট করেছেন অভিনেত্রী। তবে এবারের জন্মদিনের সবচেয়ে বড় এবং সেরা উপহার দিয়েছে একমাত্র ছেলে কবীর।
 

বৃহস্পতিবারই ৪০-শে পা দিলেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। এবারের জন্মদিনটা যেন একটু স্পেশ্যাল কোয়েলের কাছে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। তবে সকলের মধ্যে জন্মদিনের সবচেয়ে বড় উপহার দিয়েছে ছেলে কবীর। বরাবরই পরিবারের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করেই এই স্পেশ্যাল দিনটি কাটান কোয়েল মল্লিক। প্রথমসারির সংবাদমাধ্যমকে কোয়েল জানিয়েছেন, সকালে বাবা ও মায়ের কাছে ঘুরে এসেছেন। এবং দুপুরটা আমার আর রানের। এবং রাতের বেলা আমাদের বাড়িতে এসেছেন আমার মা ও বাবা। একসঙ্গে মজা, হুল্লোড়, খাওয়া-দাওয়া , গল্প, আড্ডায় জন্মদিন সেলিব্রেট করেছেন অভিনেত্রী। তবে এবারের জন্মদিনের সবচেয়ে বড় এবং সেরা উপহার দিয়েছে একমাত্র ছেলে কবীর।

কোয়েল বলেন, সকাল থেকেই জন্মদিন এই কথাটা শুনে নিজেকে বারংবার শুভেচ্ছা জানিয়ে যাচ্ছিল কবীর। তারপর আমার শ্বশ্বরমশাই যখন ওকে শেখালেন, আজ ওর মায়ের জন্মদিন। ব্যস ওটা শুনেই কবীর বলে উঠল, হ্যাপি বার্থডে মাম্মা। এটাই আমার জন্মদিনের বেস্ট গিফট। কোয়েলের জন্মদিনে টলিপাড়ার তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু সকলকে থেকে ছাপিয়ে গেছে একরত্তি কবীর।

Latest Videos

 

 
মা হওয়ার পর চাবুক ফিগারে রীতিমতো ঘুম উড়াচ্ছেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। সুপারহট মারকাটারি চাবুক ফিগারে রীতিমতো ছক্কা হাঁকাচ্ছেন কোয়েল মল্লিক। ফ্যাশন স্টেটমেন্টে রীতিমতো অনন্য নজির গড়েছেন রঞ্জিত মল্লিক কন্যা।  সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভক্তদের ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত টলি ডিভা।  হাল ফ্যাশনে রীতিমতো ঝড় তুলছেন কোয়েল মল্লিক। যা দেখেই চক্ষু ছানাবড়া ভক্তদের। অভিনয় দক্ষতা থেকে স্টাইল স্টেটমেন্ট, টলিপাড়ার প্রথম সারিতে নিজের নাম পাকিয়ে নিয়েছেন কোয়েল মল্লিক। তার রূপের ছটায় রীতিমতো ঘুম উড়ে যায় ভক্তদের। এমনকী নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য হামেশাই চর্চায় থাকেন কোয়েল মল্লিক। সন্তান-সংসার সামলেও কেরিয়ারের সবটা ব্যালেন্স করে চলছেন কোয়েল।  ২০২০ সালের মে মাসেই  মা হয়েছেন টলিপাড়ার অভিনেত্রী কোয়েল মল্লিক। একদিকে সংসার, নতুন অতিথি, কেরিয়ার সব মিলিয়ে দায়িত্ব যেন কয়েকগুণ বেড়ে গেছে। ছেলে হওয়ার পরই কাজে ফিরেছেন অভিনেত্রী। তারপরও সবকিছু সামলে নিজের শরীরচর্চা করতে মোটেই ভোলেননা অভিনেত্রী।  জোরকদমে শুরু করেছেন শরীরচর্চা। বেশ অনেকদিন ধরেই জুম্বার ট্রেনিংও নিয়েছেন অভিনেত্রী। ছেলে হওয়ার পর নিজের ফিগারকে ধরে রেখেছেন নায়িকা। শাড়ি থেকে সালোয়ার, ওয়েস্টার্ন থেকে ভারতীয় পোশাক  তিনি যেটাই পরেন সেটাই সাহসীকতার সঙ্গে ক্যারি করতে পারেন। প্রয়োজন ছাড়া বেশি মেক আপও তার পছন্দ  নয়। অন্যদিকে রঞ্জিত মল্লিকের কন্যা হিসেবে নয়, বরং নিজের পরিচয়ে টলিপাড়ায় জনপ্রিয়তা অর্জন করেছেন এবং এখনও সেই জনপ্রিয়তা ধরে রেখেছেন কোয়েল মল্লিক। কোয়েলের জীবন প্রথম প্রায়োরিটি ছেলে কবীর। এবং ছেলেকে সামলে নিয়েই বর্তমানে বেছে বেছে ছবিও করছেন নায়িকা। 
 

আরও পড়ুন-ছিঃ ছিঃ! পর্ন সাইটে কী করছেন উরফি জাভেদ? ছবি দেখেই যৌনকর্মীর তকমা দিলেন নেটিজেনরা

আরও পড়ুন-'বাথরুমে ঢুকেই হাউ হাউ করে কাঁদতাম', ভাঙা প্রেম নিয়ে মুখ খুললেন টলি ডিভা শুভশ্রী

আরও পড়ুন-ব্রা-খুলে আয়নার সামনে দাঁড়িয়ে মিরর সেলফিতে সুপার হট মালাইকা, লাস্যে ভরা শরীরে বুঁদ ভক্তরা

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury