ভয়ানক কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন সলমন, আত্মহত্যার রোগের কথা খোদ জানালেন ভাইজান

আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলে খোদ সলমন খান। খবরটা শুনে চোখ কপালে উঠলেও হ্যাঁ এটাই সত্যি। একটা সময়ে আত্মহত্যার পরিস্থিতিতে দিন কাটিয়েছিলেন সলমন খান।  নিজের জীবনের কথা খোদ  নিজেই জানিয়েছিলেন ভাইজান। বরাবরই নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন সলমন খান (Salman Khan)। এমন একটা সময়ের মধ্য দিয়ে সলমন দিন কাটিয়েছেন যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামের নার্ভের রোগে আক্রান্ত হয়েছিলেন। চলতি কথায় একেই বলা হয় আত্মহত্যার রোগ। কারণ  এই রোগের প্রকোপে যারা পড়েন তারা এতটাই যন্ত্রণার মধ্য দিয়ে যায় যে অনেকসময়েই তা সহ্য করে উঠতে পারে না রোগী। আর তখনই আত্মহত্যাই হতে পারে যন্ত্রণামুক্তির পথ। 

আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলে খোদ সলমন খান। খবরটা শুনে চোখ কপালে উঠলেও হ্যাঁ এটাই সত্যি। একটা সময়ে আত্মহত্যার পরিস্থিতিতে দিন কাটিয়েছিলেন সলমন খান।  নিজের জীবনের কথা খোদ  নিজেই জানিয়েছিলেন ভাইজান। বরাবরই নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন সলমন খান (Salman Khan)। এমন একটা সময়ের মধ্য দিয়ে সলমন দিন কাটিয়েছেন যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামের নার্ভের রোগে আক্রান্ত হয়েছিলেন। চলতি কথায় একেই বলা হয় আত্মহত্যার রোগ (Suicide Disease) । কারণ  এই রোগের প্রকোপে যারা পড়েন তারা এতটাই যন্ত্রণার মধ্য দিয়ে যায় যে অনেকসময়েই তা সহ্য করে উঠতে পারে না রোগী। আর তখনই আত্মহত্যাই হতে পারে যন্ত্রণামুক্তির পথ। 

এই ভয়ঙ্কর কঠিন রোগে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছিলেন সলমন খান (Salman Khan)। দুবাইতে টিউবলাইট ছবির গান প্রকাশের অনুষ্ঠানে এই রোগের কথা সকলের সামনেই ফাঁস করেন ভাইজান। সলমন জানান, এই রোগে আক্রান্ত হওয়ার পর এতটাই যন্ত্রণা হতো যে মুখ খুলে ঠিকমতো কথাও বলতে পারতাম না। নিজের গলার স্বর, কথা বলার ভঙ্গিও পাল্টে গিয়েছিল। সেই সময়ে আমাকে দেখে অনেকেই ভাবত যে আমি হয়তো মদ্যপান করে আছি, সেই জন্যই জড়ানো গলায় কথা বলছি। অথচ আমি সেই সময় একেবারেই মদ্যপান করতাম না। ২০০১ সালে নার্ভের শিকার  (Suicide Disease) হয়েছিলেন সলমন খান (Salman Khan) । তারকাদের মধ্যে  তিনিই প্রথম মুখ খুলেছিলেন এই কঠিন রোগ নিয়ে, যার ফলে অন্যদের মধ্যে সচেতনতা বাড়ে।

Latest Videos

 

 

আরও পড়ুন-হাঁটুর বয়সি মেয়ের সঙ্গে ঠোঁটঠাসা গাঢ় চুম্বনে লিপ্ত অমিতাভ, রানির সাহসী দৃশ্যে আজও সরগরম বলিউড

আরও পড়ুন-লো নেকে বেরিয়ে স্তনের একাংশ, 'বেবিবাম্প' ধরে স্বামীর কোলে শুয়ে অন্তরঙ্গতায় মজে সোনম কাপুর

আরও পড়ুন-বক্ষের খাঁজ বার করে হট পোজ, কার্ভি কোমরে নেটদুনিয়ায় আগুন ধরালেন 'বঙ্গতনয়া' মৌনি

 

বলিউডের ব্যাচেলর-এর তকমা আজও মোছেনি তার থেকে। বহু নায়িকার সঙ্গে গুঞ্জন শোনা গেলেও ৫৫ পেরিয়েও তিনি বলিউডের মোস্ট পপুলার 'চিরকুমার' সলমন খান।  তার অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যাবে না।  তার প্রতিটা জিনিস নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকে তুঙ্গে। সলমনের ফ্যাশন স্টেটমেন্টে সর্বদাই ভক্তদের নজর কাড়ে। সলমনকে নিয়ে অনুরাগীদের প্রশ্নের শেষ নেই। তবে ভাইজানের সবথেকে চর্চিত বিষয় হল কবে তিনি বিয়ে করছেন। তবে এখনও তিনি সিঙ্গল রয়েছেন। সম্প্রতি  ক্যাটরিনা কাইফের সঙ্গে 'টাইগার ৩'-র ছবির প্রথম টিজারে ঝড় তুলেছেন সলমন খান । আপাতত ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন ভক্তরা। ছবিতে ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে দেখা যাবে বলিউডের ভাইজান-কে (Salman Khan)। ঘনিষ্ঠ সূত্র বলছে, টাইগার ৩ নাকি টাইগার ফ্র্যাঞ্চাইজির বাকি দুটো ছবির থেকে অন্যরকম হতে চলেছে।  ছবির প্রযোজক যশরাজ ফিল্মস। টাইগার ফ্র্যাঞ্চাইজির আগের দুই ছবি  'এক থা টাইগার' ও 'টাইগার জিন্দা হ্যায়'- দুটো ছবিই বক্স অফিসে সুপারহিট হয়েছিল।


 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia