ঠোঁটে ঠোঁট লাগিয়ে প্রিয়ঙ্কাকে গাঢ় চুম্বন নিকের, ভাইরাল ভিডিওতে বেবি জোনাসকে খুঁজল নেটপাড়া

Published : Mar 20, 2022, 10:00 AM ISTUpdated : Mar 20, 2022, 10:12 AM IST
ঠোঁটে ঠোঁট লাগিয়ে প্রিয়ঙ্কাকে গাঢ় চুম্বন নিকের, ভাইরাল ভিডিওতে বেবি জোনাসকে খুঁজল নেটপাড়া

সংক্ষিপ্ত

চলতি বছরের  ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। মেয়ে হওয়ার পরই এটাই প্রথম হোলি নিয়াাঙ্কার। দেশের বাইরে থাকলেও সমস্ত  রিচুয়ালই পালন করে থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। লস অ্যাঞ্জেলসের বাড়িতে দোল খেলায় মেতেছিলেন তারা। রং খেলার ছবি ও  ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন প্রিয়ঙ্কা। যেখানে চরম ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে নিক ও প্রিয়ঙ্কাকে। যেখানে দেখা গেছে রং মেখে বউকে দোলের (Holi 2022) শুভেচ্ছা জানিয়েছেন নিক। তারপর শুরু হয় চুমু খাওয়ার পালা। গালে গালে রং ঘষে নিয়ে চুমুতে ভরিয়ে দেন প্রিয়ঙ্কাকে। তবে নিক-প্রিয়ঙ্কার রোম্যান্সে নেটপাড়া মজলেও নেটিজেনরা মুখিয়ে ছিলেন বেবি জোনাসকে দেখতে।  

দুই বছর ধরে করোনার কোপ পড়েছিল দোল উৎসবে। তবে চলতি বছরের করোনার প্রকোপ কম থাকায় বলি তারকাদের হোলি যে জমজমাট হতে চলেছে তা নিঃসন্দেহে বলা যায়। রিল লাইফেই শুধু নয়, রিয়েল লাইফেও হোলির আনন্দে মেতে ওঠেন বলি তারকারা। সারা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয়েছে হোলি উৎসব। আকাশে-বাতাসে যেন রঙের মেলা । বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব। ছোট থেকে বড় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। বাঙালির দোল আর অবাঙালির হোলি, রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। দোলের এই রঙে মানুষ এতটাই রঙিন হয়ে ওঠে, যে চেনা মানুষকেও চিনতে কষ্ট হয়ে যায়।  হোলির উৎসবে (Holi 2022)  এবার চুটিয়ং রং খেলেছেন নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সেই ছবি ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল।

চলতি বছরের  ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। মেয়ে হওয়ার পরই এটাই প্রথম হোলি নিয়াাঙ্কার। দেশের বাইরে থাকলেও সমস্ত  রিচুয়ালই পালন করে থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। লস অ্যাঞ্জেলসের বাড়িতে দোল খেলায় মেতেছিলেন তারা। রং খেলার ছবি ও  ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন প্রিয়ঙ্কা। যেখানে চরম ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে নিক ও প্রিয়ঙ্কাকে। যেখানে দেখা গেছে রং মেখে বউকে দোলের শুভেচ্ছা (Holi 2022)  জানিয়েছেন নিক। তারপর শুরু হয় চুমু খাওয়ার পালা। গালে গালে রং ঘষে নিয়ে চুমুতে ভরিয়ে দেন প্রিয়ঙ্কাকে। তবে নিক-প্রিয়ঙ্কার রোম্যান্সে নেটপাড়া মজলেও নেটিজেনরা মুখিয়ে ছিলেন বেবি জোনাসকে দেখতে।

 

 

হোলি নিক-প্রিয়ঙ্কার রোম্যান্স এখন নেটপাড়ার হটকেক। তার মধ্যেও সকলে নিয়াঙ্কার কন্যা সন্তানকে দেখার জন্য মুখিয়ে ছিলেন। মুহূর্তে এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, গত সপ্তাহেই প্রিয়াঙ্কা রোম থেকে লস  অ্যাঞ্জেলসে ফিরেছেন দোল খেলার জন্য। জানুয়ারি মাসেই গভীর রাতেই সুখবর দিয়েছিলেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) । মা  হওয়ার পর থেকেই প্রিয়ঙ্কাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে।  তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা, এখানেই শেষ নয়, সন্তানের নাম কী রাখলেন, তাও বারবার জানতে চাইছেন।মা হওয়ার পর থেকে যেন আরও বেশি করে নেটিজেনদের নজরে রয়েছেন বলি তারকা।

 

 

অভিনেত্রীর প্রতিটা মুহূর্তের আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে নিক ও প্রিয়ঙ্কা মেয়ের পুরো বিষয়টাই গোপনীয়তার মধ্যে রাখতে চাইছেন। বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা  চোপড়া  । সূত্র থেকে আরও জানা গেছে, এপ্রিল মাসে সন্তানের জন্ম হবে ভেবে একাধিক ছবির কাজ হাতে নিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া । কিন্তু জানুয়ারি মাসেই সন্তান জন্মানোর ফলে পূর্ব পরিকল্পিত সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছেন নতুন মা। এমনকী পরবর্তী ছবির কাজও নাকি পিছিয়ে দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।
 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত