
মাত্র দুটি ছবিতে অভিনয় করেই দর্শকদের মুগ্ধ করেছেন সারা আলি খান। অভিনয়ের পাশাপাষি তাঁর সৌন্দর্যেও মুগ্ধ নেটিজেনরা। তবে প্রথম থেকেই সারার পথ এত মসৃণ ছিল না। এক সময়ে তাঁর ওজন ছিল ৯৬ কেজি। এখন সারার ওজন ৪৬ কেজি।
৫০ কেজি ওজন কমাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে সেফ কন্যা সারাকে। দিন কয়েক আগেই একটি চ্যাট শো-য় এসে সারা জানিয়েছিলেন, তিনি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে (পিসিওএস) ভুগছিলেন। হরমোন জনিত এই রোগের জন্যই মাত্রাতিরিক্ত ওজন বেড়ে যায় সারার। পিসিওএস-এর ফলে ওজন কমাতেও অনেক পরিশ্রম করতে হয়েছে সারাকে। সেই দুঃসময় কাটিয়ে সারা এখন সুস্থ ও ত্বন্বী।
পিসিওএস-এ এই মুহূর্তে বহু মহিলা ভুগছেন। অনেকেই সারার মতোই ওজন অতিরিক্ত বাড়িয়ে ফেলেছেন। ওজন বাড়লে পিসিওএস আরও বেশি করে শরীরে জাঁকিয়ে বসে। তাই এই রোগে আক্রান্ত মহিলাদের ডায়েটের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। সারাও ওয়ার্কআউটের পাশাপাশি ডায়েটেও অনেক নিয়ম মেনে চলেছেন। জেনে নেওয়া যাক ওজন কমাতে সারা কী কী খেয়েছেন-
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।