দিশা-র বোল্ড ফটোশ্যুট আবারও উষ্ণতা ছড়ালো সোশ্যাল মিডিয়ায়

Published : Oct 15, 2019, 01:58 PM ISTUpdated : Oct 15, 2019, 02:12 PM IST
দিশা-র বোল্ড ফটোশ্যুট আবারও উষ্ণতা ছড়ালো সোশ্যাল মিডিয়ায়

সংক্ষিপ্ত

বলিউডের অতি পরিচিত মুখ দিশার বি-টাউনের অন্যতম লাস্যময়ী হিসেবে আলাদা পরিচিতি তৈরি করেছেন দিশা 'এমএসধোনি'-তে দিশার অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের দিশার এই বিকিনি ফটোশ্যুটের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে

বলিউডের অতি পরিচিত মুখ দিশার। ২০১৫-সালে জগন্নাথের পরিচালিত লোফার চলচ্চিত্র জগতে দিশা পাটানি কাজ শুরু করে। বি-টাউনের অন্যতম লাস্যময়ী হিসেবে বর্তমানে নিজের আলাদা একটি স্থান তৈরি করেছেন দিশা। 'এমএসধোনি'-তে দিশার অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের।

আরও পড়ুন- 'লক্ষ্মীছেলে'-র হাত ধরে বাবার সঙ্গে প্রথম কাজ উজানের, মুক্তি পেল পোস্টার

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ দিশা পাটানি। নিজের নিত্য নতুন ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে মাতিয়ে রাখেন ভক্তদের। সম্প্রতি দিশার পোস্ট করা তাঁর ফটোোশ্যুটের একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দিশার এই বিকিনি ফটোশ্যুটের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। 

তীরের গতিতে দিশার এই ছবি শেয়ার হওয়ার পাশাপাশি,  পোস্টে জমতে থাকে নেটিজেনদের মন্তব্য ও লাইক। বি-টাউনের জনপ্রিয় দিশা ও টাইগার শ্রফের সম্পর্কে ভাঙ্গন নিয়ে ইতিমধ্যেই গুঞ্জণ শোনা গিয়েছে। দুজনে একান্তে বহুবার অনেক জায়গায় দেখা গিয়েছিল। একসঙ্গে ছুটিও কাটাতে গিয়েছিলেন তাঁরা। তবে দিশা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।  আপাতত নিজের কেরিয়র নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। নতুন নতুন আরও কাজ করতে ইচ্ছুক তিনি।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?