৮০ কেজি ওজন তুলে ভাইরাল দিশা, সাইজ জিরো-তে বডি ফিটনেসের কামাল

Published : Feb 19, 2022, 10:03 AM IST
৮০ কেজি ওজন তুলে ভাইরাল দিশা, সাইজ জিরো-তে বডি ফিটনেসের কামাল

সংক্ষিপ্ত

ফিটনেসের ফান্ডায় এবার তাক লাগালেন দিশা পাটানি, ঝড়ের গতীতে ভাইরাল ওয়েট লিফটিং -এর ভিডিও। 

দিশা পাটানি ঝড়ের গতীতে ভাইরাল নেটপাড়ায় (Disha patani Viral Video)। কখনও তাঁর অস্ত্র ফিটনেস ফান্ডা, কখনও বোল্ড লুকে সাহসী পোজ, তবে বর্তমানে অ্যাশকন হিরোইন বললে খুব একটা ভূল হবে না। কারণ তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে সম্প্রতি তেমনই ভিডিও সকলের আগে নজরে আসছে। বিটাউনের সেলেবরা (Bollywood Celebrity) যদিও এখন বক্স অফিসে ফোকাস, (Box Office) তাই তড়িঘড়ি ছবির কাজ শেষ করতে, কেউ কেউ আবার প্রচারে ব্যস্ত, তবে প্রেম যে ভেতর ভেতর বসন্তের হাওয়ায় ভাসছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তেমনই এক জুটি হল দিশা ও টাইগার (Dishja Patani and Tiger Shroff)। ভেতরে যাই থাকুক না কেন, মুখে কুলুপ এঁটেই দিব্য আছেন টাইগার-দিশা জুটি। তবে আলাদা করে আর বুঝিয়ে দেওয়ার অপেক্ষা রাখে না যে তাঁরা বেশ নিজেদের মত ভালোই আছে। আসলে কোথাও গিয়ে তাঁদের সমীকরণটা বেশ মেলে, কীভাবে, তার প্রমাণই বহুবার হাতে নাতে দিলেন দিশা। ৮০ কেজির ওজন তুলে ভিডিও-তে ভাইরাল হয়ে উঠলেন তিনি। 

 

 

টাইগার শ্রফ, এক কথায় বলতে গেলে বলিউডের হটস্টার। তাঁর প্রতিটা ছবি এখন বক্স অফিসে ছক্কা হাকাচ্ছে। অভিনয় থেকে শুরু করে নাচ, গান এমনকি স্টান্ট (Disha Patani Stunt Video), সকলকে তাক লাগিয়ে দিচ্ছেন টাইগার। ঝড়ের বেগে তাঁর ফিটনেস ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় (Social Media Post) । এমনই পরিস্থিতিতে সকলের নজরে একটাই প্রশ্ন, টাইগারের রিয়েল লাইফে কোন অভিনেত্রীর রাজ! সকলেরই কাছে উত্তরটা স্পষ্ট- দিশা পাটানি। তবে সেই সমীকরণ কয়েকবছরে বদলে গিয়েছিল। প্রকাশ্যে তাঁরা তাঁদের বিচ্ছেদের খবর জানিয়ে দিয়েছিলেন। তবে কিছু দিনের মধ্যেই আবারও একসঙ্গে দেখা যায় তাঁদের। কয়েকদিন আগেই মলদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন তাঁরা। কিন্তু সম্পর্ক নিয়ে এবার আর মুখ খোলেনিন দুজনের কেউই। এমনই সময় তাই ভক্তমহল বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। সেখানেই দুইয়ের কার্যকলাপে রাখছে কড়া নজর। 

আরও পড়ুন-ইংল্যান্ডের রানির প্রশংসাও কুড়িয়েছিলেন বাপ্পি লাহিড়ি, কেন তাকে ধন্যবাদ জানিয়েছিলেন জানেন

আরও পড়ুন-লতা মঙ্গেশকরের কোলের বাচ্চাটিকে চিনতে পারছেন, ভাইরাল ছবিতে চোখে জল ভক্তদের

আরও পড়ুন-নিজের বায়োপিকে কাকে পছন্দ ছিল বাপ্পি লাহিড়ির, 'ডিস্কো কিং'- স্বপ্নপূরণ কি আদৌ হবে

 

দিশা ঠিক কতটা পার্ফেক্ট টাইগারের জন্য! দিশা আকারে ইঙ্গিতে তা স্পষ্ট করে দিলেন। স্টান্টের ভিডিও শেয়ার করতেই তা নেট পাড়ায় ঝড় তুলল! অনেকের এই গুণ না থাকলেও এই অভিজ্ঞতা রয়েছে দিশার। সেই ভিডিও শেয়ার করলেন তিনি সোশ্যাল মিডিয়ায়।মুহূর্তে লাইকের বন্যা বয়ে গেল নেট দুনিয়ার পাতায়। ঝড়ের গতীতে (Viral Video) হয়ে উঠল তা ভাইরাল। 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে