লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা, 'পিয়া তোসে'-র তালে নাচ মৌনির, নজর আটকাল শাঁখা-পলায়

Published : Feb 18, 2022, 05:51 PM ISTUpdated : Feb 18, 2022, 06:52 PM IST
লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা, 'পিয়া তোসে'-র তালে নাচ মৌনির, নজর আটকাল শাঁখা-পলায়

সংক্ষিপ্ত

চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল কোকিল কন্ঠ। ২৭ দিনের লড়াই শেষ। চলতি মাসের ৬ তারিখেই প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar )। সুর-সাম্রাজ্ঞী মৃত্যুর খবরে গোটা দেশে জুড়ে এখনও শোকের ছায়া। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত মহল। ৯২ বছরেই না ফেরার দেশে চলে গেলেন লতা মঙ্গেশকর  (RIP Lata Mangeshkar )। কোটি কোটি অনুরাগীর প্রার্থনায় এবার আর সারা দিলেন না  বর্ষীয়াণ গায়িকা। সরস্বতী পুজোর রেশের মধ্যেই চলে গেলেন সুরের সরস্বতী।  ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে গোটা দেশে শোকাচ্ছন্ন। এই শোক এত তাড়াতাড়ি ভোলার নয়। সুর-সাম্রাজ্ঞীর প্রয়াণে সকলেই মর্মাহত।  সম্প্রতি  কিছুদিন আগেই লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar ) স্মরণ করে একটি পুরোনো ভিডিও পোস্ট করেছিলেন বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। নিজের ইনস্টাগ্রামে  পোস্ট করা ভিডিওতে  দেখা গেছিল কোনও ফিল্মি পুরস্কার অনুষ্ঠানের সন্ধ্যা। যেখানে মঞ্চের মাঝে দাঁড়িয়ে মাইক্রোফোনে তিনি লতার উদ্দেশ্য প্রশংসা করছেন। অনুষ্ঠান মঞ্চেই লতাজিকে 'শতাব্দীর সেরা কন্ঠ' বলেও উল্লেখ করেন বলিউডের শাহেনশাহ। তারপরই দিনকয়েক আগেই লতাজিকে শ্রদ্ধা জানিয়ে তার গান গেয়েছেন বলিউডের ভাইজান সলমন খান। এবার নাচ করে সুর-সাম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানালেন বলি অভিনেত্রী মৌনি রায়  (Mouni Roy)।  

চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল কোকিল কন্ঠ। ২৭ দিনের লড়াই শেষ। চলতি মাসের ৬ তারিখেই প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar )। সুর-সাম্রাজ্ঞী মৃত্যুর খবরে গোটা দেশে জুড়ে এখনও শোকের ছায়া। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত মহল। ৯২ বছরেই না ফেরার দেশে চলে গেলেন লতা মঙ্গেশকর  (RIP Lata Mangeshkar )। কোটি কোটি অনুরাগীর প্রার্থনায় এবার আর সারা দিলেন না  বর্ষীয়াণ গায়িকা। সরস্বতী পুজোর রেশের মধ্যেই চলে গেলেন সুরের সরস্বতী।  ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে গোটা দেশে শোকাচ্ছন্ন। এই শোক এত তাড়াতাড়ি ভোলার নয়। সুর-সাম্রাজ্ঞীর প্রয়াণে সকলেই মর্মাহত।  সম্প্রতি  কিছুদিন আগেই লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar ) স্মরণ করে একটি পুরোনো ভিডিও পোস্ট করেছিলেন বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। নিজের ইনস্টাগ্রামে  পোস্ট করা ভিডিওতে  দেখা গেছিল কোনও ফিল্মি পুরস্কার অনুষ্ঠানের সন্ধ্যা। যেখানে মঞ্চের মাঝে দাঁড়িয়ে মাইক্রোফোনে তিনি লতার উদ্দেশ্য প্রশংসা করছেন। অনুষ্ঠান মঞ্চেই লতাজিকে 'শতাব্দীর সেরা কন্ঠ' বলেও উল্লেখ করেন বলিউডের শাহেনশাহ। তারপরই দিনকয়েক আগেই লতাজিকে শ্রদ্ধা জানিয়ে তার গান গেয়েছেন বলিউডের ভাইজান সলমন খান। এবার নাচ করে সুর-সাম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানালেন বলি অভিনেত্রী মৌনি রায়  (Mouni Roy)।

লতা মঙ্গেশকরের কালজয়ী গান 'পিয়া তোসে নয়না লাগে রে'-র তালে নাচতে দেখা গেল মৌনি রায়কে। আনারকলি সালোয়ার, খোলা চুলে মৌনির (Mouni Roy) নাচে মুগ্ধ অনুরাগীরা। তিনি যে কতটা ভাল করেন তা সকলেরই জানা। তার নাচের মুদ্রাই বলে দিয়েছে তিনি নৃত্যকলায় কতটা পটু। ভিডিও ভাইরাল হতেও খুব বেশি সময় নেয়নি।  লতাজির গাওয়া গানেই গায়িকা শ্রদ্ধা জানিয়েছেন মৌনি রায়। মৌনির (Mouni Roy) এই নাচের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছে। মৌনির নাচ যেমন নজর কেড়েছে তেমনই মৌনির হাতে থাকা শাঁখা-পলার দিকে নজর আটকেছে নেটিজেনদের। নাচের প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

 

 

আরও পড়ুন-গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম ছিল বাপ্পি লাহিড়ির, সোনার সন্তানের কাহিনি অবাক করবে আপনাকে

আরও পড়ুন-বিয়ের পিঁড়িতে ফারহান-শিবানী, ধুমধাম করে শুরু হয়ে গেল প্রাক বিবাহের অনুষ্ঠান,রইল ছবি

আরও পড়ুন-সাদা ব্রালেটে যৌনতার উঁকি, দুধ সাদা বিছানায় সেক্সি পোজে বেডরুম সিক্রেট ফাঁস জাহ্নবীর

 

জানুয়ারি মাসের শেষেই বিয়ে করেছেন মৌনি রায়। গোয়ায়  বাঙালি রীতি মেনে দীর্ঘদিনের প্রেমিক সূরজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মৌনি রায় (Mouni Roy)। মৌনি রায়কে নিয়ে উত্তেজনার শেষ নেই বলিউডে। বলিউডের এই গর্জিয়াস ডিভার সবটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। বিয়ের পর থেকে মৌনি রায়কে নিয়ে মাতোয়ারা বি-টাউন তথা অনুরাগীরা। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের (Suraj Nambiar ) সঙ্গে মৌনি রায়ের বিয়ের পর থেকেই তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  হট হ্যাপেনিং  কাপল গোয়ায় বিয়ে সেরেই কাশ্মীরে গিয়েছিলেন হানিমুনে,। স্বামী সূরজের সঙ্গে  বরফের দেশে রোম্যান্টিক সময় কাটানোর ছবি শেয়ার করেছেন মৌনি রায় (Mouni Roy)। হানিমুনের প্রতিটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মৌনি রায়। আর তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।  স্লিপ ড্রেসে আগুন ধরানো ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন মৌনি রায়। সেখানেই হাতে জ্বলজ্বল করছে শাখা-পলা ও মেহেন্দি। শার্টিনের স্লিপ ড্রেস মৌনির শরীরী উষ্ণতায় কুপোকাত ভক্তরাা।

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত