করোনার থকে বড় ভাইরাস ভুঁয়ো তথ্য, আলোচনায় একই টেবিলে বিরাট, সারা, আয়ুষ্মান, কৃতি

Published : May 07, 2020, 12:15 PM IST
করোনার থকে বড় ভাইরাস ভুঁয়ো তথ্য, আলোচনায় একই টেবিলে বিরাট, সারা, আয়ুষ্মান, কৃতি

সংক্ষিপ্ত

করোনার থেকে বড় ভাইরাস ভুঁয়ো তথ্য ফেক জিনিস সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নয় চিন্তার ভাঁজ বিরাট, আয়ুষ্মান, সারা ও কৃতির কপালে সতর্ক করতে নেট দুনিয়ায় ভিডিও বার্তা 

এই ছবি শেয়ার করা মাত্রই পূরণ হবে মনের ইচ্ছে, এই বার্তা পাঠালেই মিলবে প্রতিকার, সোশ্যাল মিডিয়ার পাতায় এমনই হাজারও ভাইরাস প্রতিমুহূর্তে ছড়িয়ে পড়ছে। আর যাতে আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। সত্যতা যাচাই করার কোনও বালাই নেই। একবার পোস্ট বটনে হাত পড়ে গেলেই হল। করোনার থেকেও দ্রুত ছড়িয়ে পড়ছে তা। মানুষ বিশ্বাস করছে, শেয়ার করছে, আলোচনা করছে, আর এভাবেই প্রতিটা ধাপে ধাপে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে কুসংস্কার। 

আরও পড়ুনঃ ফাঁস হল নবাব বধূর 'বেডরুম সিক্রেট', লজ্জায় রাঙা বেবো

এই নিয়েই এখন চিন্তার ভাঁজ সেলিব্রিটিদের কপালে। একই টেবিলে বসে গভীর আলোচনায় মগ্ন হলেন বিরাট কোহলি, আয়ুষ্মান খুরানা, কৃতি স্যানন ও সারা আলি খান। চায়ের কাপ হাতে নিয়ে একে একে তারকারা বলে উঠলেন, ঠিক কীভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে কয়েক সেকেন্ডে। মুহূর্তে তা বন্ধ হওয়া উচিৎ। ভিডিও বার্তা দিয়ে তা শেয়ার করলেন নেট দুুনিয়ায়। ক্যাপসানে লিখলেন, মাত কারো ফরওয়াড। 

 

 

ভুঁয়ো তথ্যের এই মহামারি যদি একবার ছড়িয়ে পড়ে তবে দেশ মুহূর্তে শেষ হয়ে যাবে। অনেকেই মনে করছেন তাঁরা বাড়িতেই আছেন, তাই সুরক্ষিত। কিন্তু লকডাউনে মানুষ অধিকাংশ সময়টাই কাটাচ্ছেন নেট-দুনিয়ায়। বাড়ছে লাইক, শেয়ার পোস্টের সংখ্যা। এটাই সঠিক সময় ভুঁয়ো তথ্য নিয়ে সচেতন হওয়ার জন্য। নয়তো একটা ভুল তথ্যের পোস্ট কাড়তে পারে হাজার হাজার মানুষের প্রাণ। তাই সচেতন হওয়া প্রয়োজন। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য
Car Accident: পথ দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কলের গাড়ি, কেমন আছেন এই তারকা দম্পতি?