এবারের নিশানায় 'বাণিজ্যনগরী', করোনা রুখতে সিল করা হচ্ছে একাধিক তারকাদের আবাসন

  • করোনার জেরে প্রতিদিনই যেন আক্রান্তের সংখ্যা বাড়ছে মহারাষ্টে
  • লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি
  • করোনা রুখতে লকডাউনের মধ্যেই  একের পর এক আবাসন সিল করা হচ্ছে 
  • তন্ময় ভেকারিয়ার আবাসনও সিল করে দেওয়া হয়েছে
ক্রমশ বাড়ছে মৃত্যুমিছিল।  করোনার জেরে প্রতিদিনই যেন আক্রান্তের সংখ্যা বাড়ছে মহারাষ্টে।  তার মধ্যে অন্যতম হল মুম্বই। সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার।  লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি। আর এই লকডাউনের মধ্যেই  একের পর এক আবাসন সিল করা হচ্ছে করোনা রুখতে। ইতিমধ্যেই এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সকলের মধ্যে।

আরও পড়ুন-রান্নাঘরে ঢুকতেই বিপদে পড়লেন ক্যাটরিনা, কীভাবে সামলালেন পরিস্থিতি দেখুন ভিডিওতে...

অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে, সাক্ষী তনওয়ার এবং শিবিন নারংয়ের পর এবার সিল করা হল তারক মেহতা কা উলটা চশমা খ্যাত মাধবী ওরফে সোনালিকা জোশির আবাসন।  সূত্র থেকে জানা গেছে, সেখানকার আবাসনের  এক বাসিন্দা করোনায় আক্রান্ত। সেই কারণেই  কান্দিভালির ওই আবাসন সিল করে দেওয়া হয়েছে বলে । গত ২৭ মার্চ থেকে সোনালিকা জোশির ওই আবাসন সিল করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে শুধু সোনালিকা একা নন, তারক মেহতা কা উলটা চশমা খ্যাত বাঘা ওরফে তন্ময় ভেকারিয়ার আবাসনও সিল করে দেওয়া হয়েছে। আগামী ১৪ দিন পর্যন্ত এই আবাসন সিল করে রাখা হবে।

বর্তমানে সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আতঙ্কের আর এক নাম করোনা।   ইতিমধ্যেই বিশ্বের বহু প্রান্তের মানুষ স্বেচ্ছায় আইসোলেশনে যাচ্ছেন। করোনা থেকে নিজেকে আটকাতে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং একা থাকাই সবথেকে বেস্ট অপশন। কিন্তু একের পর এক জায়গায় মারণ রোগের থাবা যেন ক্রমশ বেড়েই চলেছে। বলিউড বাদ পড়ছে না সেই তালিকা থেকে। 



আরও পড়ুন-লকডাউনের পর 'রাজ্য়ে' কমপ্লিট লকডাউন, বাড়তে চলেছে কী কী বিধিনিষেধ...



 

Share this article
click me!

Latest Videos

অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর