Katrina-Vicky Married : ভালবাসার মিলনে উষ্ণতার ছোঁয়া, ভিক্যাটকে শুভেচ্ছা কন্ডোম সংস্থার

Published : Dec 11, 2021, 12:11 PM ISTUpdated : Dec 11, 2021, 01:56 PM IST
Katrina-Vicky Married : ভালবাসার মিলনে উষ্ণতার ছোঁয়া, ভিক্যাটকে  শুভেচ্ছা কন্ডোম সংস্থার

সংক্ষিপ্ত

ক্যাট-ভিকির বিয়ের গোপনীয়তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। কন্ডোম ব্র্যান্ড ডিউরেক্স-এর পক্ষ থেকেও ভিকি ও ক্যাটকে শুভেচ্ছা জানানো হয়েছে। হাই প্রোফাইল বিয়ে নিয়ে মজার মিম শেয়ার করল এক নামী কন্ডোম ব্র্যান্ড, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের ঝলক সোশ্যাল মিডিয়ার হটকেক। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভিক্যাটের বিবাহের প্রতিটা  মুহূর্তই এখন নেটদুনিয়ায় ভাইরাল। ৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট  বারওয়ারাতে বসেছিল রাজকীয় বিয়ের আসর । পাওয়ার কাপলের রয়্যাল ওয়েডিং নিয়ে এখনও চর্চার শেষ নেই সংবাদমাধ্যমে। গোপনীয়তা বজায় রাখার কোনও খামতিই রাখেননি ক্যাটরিনা ও ভিকি, কিন্তু সেই গোপনীয়তা কোনও কাজেই আসেনি তা সোশ্যাল মিডিয়াতেই স্পষ্ট। ক্যাট-ভিকির বিয়ের গোপনীয়তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি।

 

 

গোপনীয়তা বজায় রাখতেই সবদিক থেকে ঢেকে দেওয়া হয়েছিল সিক্স সেন্স ফোর্টকে। দুর্গে ঢোকার মূল ফটকে টাঙানো হয়েছিল সাদা কাপড়, যাতে বাইরে থেকে কেউ উঁকিঝুঁকি দিতে না পারে। বিয়েতে খুব বেশি লোকজনের উপস্থিতি রাখেন নি  ( Vicky kaushal) ভিকি ও ক্যাট  (Katrina Kaif)  । ১২০ জন আমন্ত্রিতদের তালিকায় ছিলেন। ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমেই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। এছাড়াও অতিথিদের একটি অ-প্রকাশনা চুক্তিতে স্বাক্ষর করার জন্য বলা হয়েছিল। বিয়ে বাড়িতে ঢুকতে হলেও জানাতে হবে সিক্রেট  কোড। যা প্রত্যেক অতিথির জন্যই বাধ্যতামূলক। এই কিছু নিয়মবিধি প্রত্যেক অতিথির জন্য ধার্য করা হয়েছিল। এবার হাই প্রোফাইল বিয়ে নিয়ে মজার মিম শেয়ার করল এক নামী কন্ডোম ব্র্যান্ড, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

 

 

আরও পড়ুন-Ameesha Patel : বক্ষযুগলের গভীর খাঁজে জ্বলছে আগুন, আমিশার ভরা যৌবনে বুঁদ ভক্তরা

আরও পড়ুন-Nia Sharma : স্তন থেকে নিতম্ব, শরীর দেখাতে গিয়েই কটাক্ষ, নগ্ন হয়ে হাঁটার পরামর্শ নিয়াকে

 

কন্ডোম ব্র্যান্ড ডিউরেক্স-এর পক্ষ থেকেও ভিকি ও ক্যাটকে শুভেচ্ছা জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ভিক্যাটের উদ্দেশে পোস্টে লেখা রয়েছে, 'প্রিয় ভিকি ও ক্যাটরিনা তোমরা শিশুসুলভ আচরণ করছো, যদি  আমাদেরকে নিমন্ত্রণ না করে থাকো'।  এবং পোস্টের ক্যাপশনে লেখা বিয়ের কারোর প্রবেশাধিকার থাকুক বা না-ই থাকুক, আমাদের তো ডাকতেই হবে। ভিক্যাটকে এমনই ভালবাসার উষ্ণ বার্তা দিল কন্ডোম প্রস্তুতকারক সংস্থা।  নামী কন্ডোম সংস্থার সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। ঝড়ের গতিতে এই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যাদের মাথা থেকে এই পোস্টটা বেরিয়েছে তার বেতন বাড়ানোরও দাবি উঠেছে। একে অপরের সঙ্গে সারাজীবনের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি-ক্যাট জুটি। দুই তারকার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়লেন ভিক্যাট। সংবাদমাধ্যম সূত্রে এও শোনা গিয়েছে,   বিয়ের খরচের সিংহভাগটাই নাকি দিয়েছেন ক্যাটরিনা কাইফ। বিয়ের ৭৫ শতাংশ ক্যাটরিনা কাইফ এবং ২৫ শতাংশ ভিকি কৌশল বহন করেছেন। এমনকী অতিথিদের দেখাশোনার দেখভাল, সুরক্ষার দায়িত্ব নিজেই নিয়েছিলেন বলিউডের ক্যাটরিনা কাইফ।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শ্যুটিং শেষে মা দুলারির সঙ্গে মুহূর্ত কাটালেন অনুপম খের, ভাইরাল হল মিষ্টি ভিডিও
'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?