Jacqueline : একটানা ১০ ঘন্টা জেরার পর বৃহস্পতিবার ফের হাজিরা, তবে কি গ্রেফতার হতে পারেন জ্যাকলিন

বড়সড় বিপাকে পড়লেন বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় বৃহস্পতিবার ফের ইডির মুখোমুখি হতে চলেছেন  জ্যাকলিন ফার্নান্ডেজ।  সময় যত গড়াচ্ছে ততই যেন এই মামলা অন্য মোড় নিচ্ছে। গতকাল বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে উপস্থিত হয়েছিলেন বলি অভিনেত্রী। ইডির মুখোমুখি উপস্থিত হয়ে প্রায় একটানা ১০ ঘন্টা ধরে জেরার মুখে পড়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ফের আজ হাজিরা দিতে হবে জ্যাকলিন ফার্নান্ডেজকে।

বড়সড় বিপাকে পড়লেন বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।  ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় বৃহস্পতিবার ফের ইডির মুখোমুখি হতে চলেছেন  জ্যাকলিন ফার্নান্ডেজ।  সময় যত গড়াচ্ছে ততই যেন এই মামলা অন্য মোড় নিচ্ছে। গতকাল বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে উপস্থিত হয়েছিলেন বলি অভিনেত্রী। ইডির মুখোমুখি উপস্থিত হয়ে প্রায় একটানা ১০ ঘন্টা ধরে জেরার মুখে পড়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ফের আজ হাজিরা দিতে হবে জ্যাকলিন ফার্নান্ডেজকে। কোটি কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh chandrashekhar) মামলাতেই নাম জড়িয়েছে জ্যাকলিনের। এবং সুকেশের সূত্র ধরেই  ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইডির অফিসে হাজিরা দিতে হবে  জ্যাকলিন ফার্নান্ডেজকে। 

 

Latest Videos

 

বুধবার ইডি-র অফিসে হাজির হওয়ার পর একাধিক কড়া প্রশ্নের মুখে পড়েন বলি সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। বেলা ১১ টা নাগাদ ইডির দফতরে পৌঁছেছিলেন জ্যাকলিন। তারপর দীর্ঘ ১০ ঘন্টা জেরা চলতেই থাকে। রাত ৯.৩০ টার সময় ইডি-র অফিস থেকে বের হতে দেখা যায় জ্যাকলিনকে। একটানা ১০ ঘন্টা  জেরা করার পর সুকেশের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন আধিকারিকরা, এবং সেই কারণেই ফের জ্যাকলিনকে বৃহস্পতিবার তলব করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই (Jacqueline Fernandez) জ্যাকলিন ও সুকেশের (Sukesh chandrashekhar ) প্রেমের চর্চা বলিউডের অন্দরে চলছে। কন্ট্রোভার্সি এবং বলিউড একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের  (Jacqueline Fernandez)। একাধিকবার ইডি-র পক্ষ থেকে সমন পাঠানো হয়েছে বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে।  কিছু দিন আগেও ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজকে। কিন্তু বারবারই কাজের ব্যস্ততার অজুহাত দেখিয়ে সমন এড়িয়ে গেছিলেন অভিনেত্রী  (Jacqueline Fernandez)। এড়িয়ে গিয়েও মিলল না রেহাই। ফের কেন্দ্রীয় সংস্থার সমন জারি করা হয়েছিল জ্যাকলিনের নামে। এবং সেইমতোই দিল্লির সদর দফতের ইডির অফিসে হাজিরা দিতো পৌঁছালেন জ্যাকলিন ফার্নান্ডেজ। অভিনেত্রীর বিরুদ্ধে ওঠা একের পর অভিযোগেরই তদন্ত করবে ইডি।

 

 

বলিউডের প্রথমসারির অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) নিয়ে সরগরম বলিপাড়া। গত রবিবারই মুম্বই  বিমানবন্দরে সাময়িকভাবে আটক করা হয় জ্যাকলিনকে। এয়ারপোর্ট আধিকারিকরা জানান, জ্যাকলিনের নামে লুকআউট নোটিশ জারি হয়েছে। তিনি দেশ ছাড়তে পারবেন না। তারপরই ইডির আধিকারিকরা সাময়িক কথাবার্তা বলে ছেড়ে দেন নায়িকাকে। তারপরই মুম্বইয়ের বাড়িতে ফেরেন জ্যাকলিন। বুধবারই দিল্লিতে ইডির জেরার মুখে বসেছেন জ্যাকলিন(Jacqueline Fernandez)। বলিউডের প্রথমসারির অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ,  যিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন ধরেই (Jacqueline Fernandez) জ্যাকলিন ও সুকেশের (Sukesh chandrashekhar ) প্রেমের চর্চা বলিউডের অন্দরে চলছে। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh chandrashekhar) মামলাতেই নাম জড়িয়েছেন জ্যাকলিনের। দিন কয়েক আগেও একটি নিজস্বী ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল জ্যাকলিনের (Jacqueline Fernandez) গালে চুমু খাচ্ছেন এক ব্যক্তি। হাসি মুখে জ্যাকলিনকে স্পষ্ট দেখা গেলেও সেই ব্যক্তির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না।  কয়েকদিন যেতে না যেতেই আরও একটি নিজস্বী ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যেখানে বাথরুমের ভিতর আয়নার সামনে দাঁড়িয়ে সুকেশকে (Sukesh chandrashekhar) গলা জড়িয়ে ধরে চুমু খেতে দেখা গেছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। ছবিটি ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। তবে এবারের ছবিতে জ্যাকলিনের (Jacqueline Fernandez) পাশে সুকেশের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। এই ছবি প্রকাশ্যে আসতেই ফের শিরোনামে উঠে এসেছেন জ্যাকলিন ও সুকেশ।

 

 

আরও পড়ুন-Katrina-Vicky Wedding : ক্যাটরিনার আসল বয়স কত জানেন, পাসপোর্ট দেখেই SECRET ফাঁস করেছিলেন দীপিকা

আরও পড়ুন-Katrina-Vicky Wedding : ভিকি-ক্যাটের বিয়েতে কেন আসছেন না আলিয়া-রণবীর, জেনে নিন আসল সত্য

আরও পড়ুন-Katrina-Vicky Wedding : কখন বসছে বিয়ের আসর, ভিকির গলায় মালা দিয়ে সাতপাকে বাঁধা পড়বেন ক্যাট

 

বয়স ৩২ -এর সঙ্গে জ্যাকলিনের ছবিকে কেন্দ্র করেই সরগরম বলিউড।  প্রতারক সুকেশ শিল্পপতি শিবেন্দ্র সিংহের স্ত্রী অদিতি সিংহকে বোকা বানিয়ে টাকা আদায় করেছে সুকেশ। তবে এই প্রথম নয়, এর আগেও প্রতারণায় নাম জড়িয়েছেন সুকেশের। সম্প্রতি গ্রেফতার করা হয়েছেন প্রতারক সুকেশকে। ইতিমধ্যেই তদন্ত শুরু করে ইডি। তবে তদন্ত যত এগোচ্ছে ততই হতবাক হচ্ছেন তদন্তকারীরা। সুকেশের জীবনটা পুরো রুপোলি পর্দার মতো। কোটি কোটি টাকার মালিক হওয়া সুকেশ শখ হয়েছিল বলি নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর। বিভিন্ন দামি উপহার দিয়ে নায়িকাদের মন জেতার চেষ্টা করছিলেন সুকেশ। সেই তালিকায় রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। সম্প্রতি ইডি-র পক্ষ থেকে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায়  ৭০০০ পাতার চার্জশিট ফাইল করা হয়েছে সুকেশ চন্দ্রশেখর ও তার স্ত্রী লীনা মারিয়া পলের বিরুদ্ধে।  সূত্র থেকে জানা গেছে, চার্জশিটে সুকেশ  চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ (Sukesh chandrashekhar)। এখানেই শেষ নয় সুকেশের আইনজীবী জানান, জ্যাকলিনকে দামি অলঙ্কার থেকে পোশাক সবটাই দিয়েছেন সুকেশ।  জ্যাকলিনের (Jacqueline Fernandez) মন জিততেই  কোটি কোটি টাকার উপহার দিতেন  (Sukesh chandrashekhar) সুকেশ চন্দ্রশেখর। সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। জ্যাকলিনের সঙ্গে নিয়মিত ফোনেও কথা হত সুকেশের। এমনকী  প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে সুকেশ যখন তিহার জেলে ছিল তখনও নিয়মিত কথা বলেছেন দুজনে। যদিও জ্যাকলিন সুকেশের জেলে থাকার কথা জানতেন কিনা তা স্পষ্ট নয় আইনজীবীর কথার। যদিও জ্যাকলিন দাবি করেছেন তাকে অন্ধকারে রেখেই প্রতারণা করা হয়েছে। তিনিও প্রতারণার শিকার।
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia