'ঐশ্বর্য তো প্লাস্টিক', ইমরানের মন্তব্যে কড়া জবাব দিয়েছিলেন ঐশ্বর্য

Published : Mar 24, 2020, 02:39 PM IST
'ঐশ্বর্য তো প্লাস্টিক', ইমরানের মন্তব্যে কড়া জবাব দিয়েছিলেন ঐশ্বর্য

সংক্ষিপ্ত

ঐশ্বর্যকে নিয়ে বেফাঁস মন্তব্য ইমরানের প্লাস্টিক বলে তোপ অভিনেত্রীকে পাল্টা জবাব দিয়েছিলেন ঐশ্বর্য মুহূর্তে ছড়িয়ে পড়েছিল খবর

সেলিব্রিটিদের মধ্যে ঠোকা ঠুকি লেগেই থাকে। কখনও তা প্রকাশ্যে কখনও আবার পর্দার পেছনে। একের পর এক মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে ওঠে বি-টাউনে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাতে প্রলেপও পড়ে যায় কখনও কখনও। এই ধরনের বিতর্কের পেছনে থাকে একাধিক কারণ। কখনও ছবি থেকে বাদ পড়ে যাওয়া, কখনও আবার শো-এর টিআরপি বাড়ানো। তেমনটাই ঘটেছিল ইমরান হাসমির ক্ষেত্রে। 

আরও পড়ুনঃ'সহজেই অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়তাম', ডিভোর্স নিয়ে বিস্ফোরক হৃত্বিক

আরও পড়ুনঃমি টু'র জেরে ২৩ বছরের জেল খাটছিলেন হার্ভে, করোনায় আক্রান্ত এই প্রাক্তন প্রযোজক

করণ জোহারের টক শো-তে গিয়ে একবার ইমরান হাসমি ঐশ্বর্য সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসেন। ইমরান সম্পর্কে ও তাঁর অভিনয় নিয়ে একাধিকবার আক্রণম করে থাকেন তারকারা। তাই সুযোগ বুঝে ইমরান হাসমিও মন্তব্য করে বসলেন ঐশ্বর্য রায় নাকি প্লাস্টিক। মুহূর্তের মধ্যে সেই মন্তব্য ঝড় তুলেছিল বি-টাউনে। খবর পৌঁচ্ছে ছিল ঐশ্বর্য রায়ের কাছেও। 

পরবর্তীতে ইমরানের জন্মদিনে কেন শুভেচ্ছা বার্তা পাঠাননি ঐশ্বর্য জানতে চাওয়ায় এই প্রসঙ্গেই কথা বলেন তিনি। জানিয়েছিলেন যে তিনি মন থেকে শুভেচ্ছা জানাতে পারবেন না, তাই জানননি। তিনি অযথা ফেক হতে পারবেন না। এও স্পষ্ট করেন যে তিনি প্লাস্টিকও নন। পরবর্তীতে ইমরান জানান শো-এর টি-এরপি-র জন্যই তিনি এমন মন্তব্য করেছিলেন। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

কয়েক মিনিটের এই টিজার জুড়ে টান টান উত্তেজনা, মুক্তি পেল 'বর্ডার ২'-র ঝলক
বক্স অফিসে 'ধুরন্ধর'-র ঝড়, জেনে নিন কোন অভিনেতা কত পারিশ্রমিক নিলেন, রইল তালিকা