মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াছেন বলিউড পরিচালক নিশিকান্ত, তড়িঘড়ি মৃত্যুর খবর উইকিপিডিয়ায়

Published : Aug 17, 2020, 01:53 PM IST
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াছেন বলিউড পরিচালক নিশিকান্ত, তড়িঘড়ি মৃত্যুর খবর উইকিপিডিয়ায়

সংক্ষিপ্ত

সোমবার সকালেই রটে গেল ভুঁয়ো খবর নিশিকান্ত কামাতের প্রয়াণের খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন রিতেশ দেশমুখ জানিয়েছেন অবস্থা সংঙ্কট জনক হলেও আমাদের মধ্যেই রয়েছেন পরিচালক

গত সাতদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউড পরিচালক নিশিন্ত কামাত। লিভারের সমস্যা নিয়ে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালেই মিলল পরিচালকের মৃত্যুর খবর। তড়িঘড়ি তা আপডেটও হয়ে গেল উইকিপিডিয়াতে। পরিচালকের ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে পড়াতেই তা ভাইরাল হয়ে ওঠে নেট মহলে। একাধিক পোস্টে উঠে আসে পরিচালকের বেঁচে থাকার খবর। 

আরও পড়ুনঃ বাঘি ২ করেই আট বেডরুমের বাংলো, একটি বিজ্ঞাপনের জন্য কত কোটি নেন টাইগার

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রিতেশ দেশমুখ জানিয়েছেন, এখনও আমাদের মধ্যে রয়েছেন পরিচালক। চলছে তাঁর চিকিৎসা। অবস্থা সংকট জনক, প্রয়োজন প্রার্থনার। পাশাপাশি বহু ভক্তও পোস্ট করে একই খবর জানিয়েছে। এরই মাঝে ভাইরাল হয়ে ওঠে উইকিপিডিয়ার ছবি। তিনি বেঁচে আছেন। তার আগেই বসে গেল মৃত্যুর দিনক্ষণ। 

 

 

দক্ষিণী ছবিতে পরিচালকের কাজ করা শুরু করার পরই পরিচালক নিজের এক বিশেষ পরিচিতি তৈরি করেছিলেন। প্রথম দোম্বিভালি ফাস্ট ছবি দিয়েই তাঁর পরিচালনাতে অভিষেক ঘটে। এরপর বেশ কিছু ছবিতে পার্শ্বচরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে বেশকয়েকটি ছবির কাজ নিয়ে কথা চলছিল। তারই মাঝ অসুস্থ হয়ে পড়লেন নিশিকান্ত কামাত। তাঁর দ্রুত আরোগ্য কামনতে ভক্ত।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

প্রকাশ্যে এল 'মা ইন্তি বাঙারাম', নতুন লুকে দেখা দিলেন সামন্থাকে, রইল চমক
বিচ্ছেদের পর ফের একসঙ্গে আরবাজ, মালাইকা! এমনকী হার্দিক-নাতাশাও, ২০২৬-এ ফের একসঙ্গে বিচ্ছিন্নরা?