
বি-টাউনে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত তারকাদের মেলা লক্ষ্য করা যায়। তাই প্রতিটি সেলিব্রিটির বাড়ির সামনেই উপস্থিত থাকেন একাধিক ক্যামেরা পার্সেন। অভিনেতা-অভিনেত্রীদের দিন শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত ফ্রেমবন্দি করা হয় প্রতিটি মুহুর্ত। এই সময় ভক্তদেরও ঢল থাকে তারকাদের বাড়ির সামনে।
আরও পড়ুনঃ হাউসফুল হোক ছপাক, ডেরেক নিজেই কাটলেন একগুচ্ছ টিকিট
বৃহস্পতিবার তার ব্যতিক্রম ঘটনা না। সারা আলি খান জিমে যাওয়ার আগেই বাড়ির সামনে পেলেন অনেক ভক্তদের। দাঁড়িয়ে পোজও দিলেন। বেশ কয়েকটি ছবি তোলার পর এক ভক্তের থেকে অনুরোধ আসে ছবি তোলার। রাজিও হয়ে যান অভিনেত্রী। এরপরই একের পর এক ভক্ত এগিয়ে আসেন তার দিকে।
সকলেরই আবদার মেটাচ্ছিলেন এদিন সারা। কিন্তু হঠাৎই একজন হাতের মধ্যে চুমু খেতে গেলে ঘটে বিপত্তি। হাত মেলানোর পরই ঠোঁট চলে যায় হাতের কাছে, মুহুর্তে হাত সরিয়ে নেন সারা আলি খান। এরপর ছুঁটে আসেন সারার দেহরক্ষী। সেই মুহুর্তই এবার ক্যামেরায় বন্দি হল। মুহুর্তে ছড়িয়ে পড়ল তা নেট দুনিয়ায়। যদিও ঘটনাতে বিন্দু মাত্র বিচলিত নন সারা। এরপরও হাসি মুখে ছবি দিলেন ভক্তদের।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।