রাতের আকাশের উজ্জ্বল নক্ষত্র তুমি, সুশান্তের নামে তারার নামকরণ

Published : Jul 06, 2020, 11:59 PM ISTUpdated : Jul 07, 2020, 01:14 AM IST
রাতের আকাশের উজ্জ্বল নক্ষত্র তুমি, সুশান্তের নামে তারার নামকরণ

সংক্ষিপ্ত

নক্ষত্রের নামকরণ হল সুশান্ত সিং রাজপুতের নাম প্রিয় অভিনেতার মৃত্যুর পর তাঁকে শ্রদ্ধা জানালেন এক অনুরাগী সুশান্তের নামেই নাম দিলেন একটি তারার মহাকাশের প্রতি সুশান্তের ভালবাসা পেল ভিন্ন মর্যাদা

মহাকাশ, নক্ষত্র, চাঁদ, সূর্য। বলিউডের জগতের পাশাপাশি আকাশেও নিজের একটি পৃথিবী খুঁজে পেয়েছিলেন সুশান্ত। জ্যোতির্বিদ্যা প্রতি আকর্ষণ ছিল পুরোটাই ভালবাসা জোরে। সাংঘাতিক দামি এক টেলিস্কোপও কিনেছিলেন নিজের উপার্জনে। খুব বেশি বন্ধু-বান্ধব ছিলল না তাঁর। সেই টেলিস্কোপেই চোখ লাগিয়ে মন ভরে দেখতেন আকাশের তারাগুলিকে। আজ সেই তারাদের মধ্যে একটি তারার নামকরণ হল সুশান্ত। তাঁকে শ্রদ্ধা জানাতে এক অনুরাগী নিলেন এই উদ্যোগ। আকাশের এক নক্ষত্রের নাম দিলেন সুশান্তের নামে। ছোট্ট বার্তাটি ট্যুইটারে পোস্টও করেছেন তিনি। 

আরও পড়ুনঃটিশার্টে লেখা 'হেল্প', 'দিল বেচারা' ছবির ট্রেলারে কি ধরা পড়ল সুশান্তের মানসিক অবসাদের চিহ্ন

লিখেছেন, "সুশান্ত, তোমায় আমরা সকলেই খুব মিস করব। তোমার অনুপস্থিতিতেও থাকবে উপস্থিতি। আমাদের মনে সর্বদা বিরাজমান তুমি। তোমার দুটি তীক্ষ্ণ চোখ, প্রাণ জোরানো হাসি আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমার জীবনের সুন্দর যাত্রাপথকে মনে রেখেই এই অন্ধকার জগতে আলো খুঁজব আমরা। তোমায় অসংখ্য ধন্যবাদ, আমাদের ভিন্নরূপে জীবনের অর্থ শেখানোর জন্য, আমাদের এগিয়ে চলার সাহস জোগানোর জন্য। তুমি আজীবন আমাদের অনুপ্রেরণা দিয়ে যাবে।"

আরও পড়ুনঃঝড়ের গতিতে দশ হাজার ডিজলাইক 'দিল বেচারা'র ট্রেলারে, সলমন ভক্তদের তোপে দাগল নেটিজেন

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত