- Home
- Entertainment
- Bollywood
- টিশার্টে লেখা 'হেল্প', 'দিল বেচারা' ছবির ট্রেলারে কি ধরা পড়ল সুশান্তের মানসিক অবসাদের চিহ্ন
টিশার্টে লেখা 'হেল্প', 'দিল বেচারা' ছবির ট্রেলারে কি ধরা পড়ল সুশান্তের মানসিক অবসাদের চিহ্ন
- FB
- TW
- Linkdin
ট্রেলারের এক অংশে সুশান্তের জামায় লেখা হেল্প। অর্থাৎ সাহায্য। সেই নিয়েও মন্তব্য করেছে নেটিজেনরা। জানা যায়, সুশান্ত মানসিক অবসাদে থাকাকালীন সাহায্যের হাত বাড়িয়েছিলেন নিজের প্রেমিকা রিয়ার কাছে।
কাকতালীয়ভাবে তাঁকে ছবির ট্রেলারে হেল্প লেখা দেখে এই প্রসঙ্গই তুলেছে নেটিজেনরা। সুশান্তের চিকিৎসক মনোবিদ কর্সি চাভরা জানিয়েছিলেন, মানসিক অবসাদে ভোগার সময় নিজের পাশে কাউকে পাননি সুশান্ত।
ছবির চরিত্র কিজিকে বাঁচতে শেখাল ম্যানি (সুশান্ত)। যেখানে কিজি নিজের শরীরে ক্যান্সারের কারণে বাঁচার আশা ছেড়ে দেয়, সেখানেই ম্যানি এসে কিজির জীবনে আনন্দের ছোঁয়া আনে।
এদিকে সুশান্ত নিজের জীবনে আনন্দের ছোঁয়া আর আনতে পারলেন না। কর্সি চাভরার সাক্ষাৎকারে জানা যায়, অঙ্কিতা লোখান্ডের সঙ্গে ব্রেক আপের পরই হতাশ হয়ে পড়েছিলেন সুশান্ত।
যা তাঁকে মানসিক অবসাদের দিকে ঠেলে দেয়। অঙ্কিতাকে ছেড়ে যে তিনি জীবনের সবথেকে বড় ভুল হয়েছিল। এই আফসোসই ছিল তাঁর জীবনে।
ট্রেলারের একটি সংলাপ ছিল আমি একজন যোদ্ধা। লড়াই করে বাঁচার কথাই বলেছে ম্যানি। জীবনে বাঁচার লড়াইকে নিয়ে গল্প নিয়ে ছবির পরিচালনা করেছেন মুকেশ ছাবড়া।
সেই ছবিতে অভিনয় করেই নিজের জীবন নিয়ে আর লড়তে পারলেন না সুশান্ত। একের পর এক নেটিজেনরা এই প্রসঙ্গই তুলেছে সাইবারদুনিয়ায়।
জন্ম, মৃত্যু আমাদের হাতে নয়। সকলের মুখে মুখে এখন দিল বেচারার এই সংলাপ। জন্ম যেমন আমাদের হাতে নেই মৃত্যুর সিদ্ধান্তও তেমন আমরা নিতে পারি না।
সুশান্তও যে মাত্র ৩৪ বছর বয়সে নিজের প্রাণ হারাবেন তা বোধহয় তিনি স্বপ্নেও কল্পনা করেননি। কেরিয়ারের শীর্ষে ছিলেন তিনি। টেলিদুনিয়া থেকে বলিউডে এসে স্বল্প সময় নিজের জায়গা গড়েছিলেন।
জনপ্রিয়তার শীর্ষে থাকা, সাফল্যকে কাছ থেকে দেখেও জীবনযুদ্ধে হেরে গেলেন তিনি। সুশান্তের মৃত্যু খুন নাকি আত্মহত্যা, এই বিতর্ক বোধহয় অন্তহীন। বছরখানেক পরও তাঁর জন্মদিন বা প্রয়াণদিবসে হয়তো একই কথা পড়বে সকলের।