খান্ডালার ফার্মহাউজেই বসছে ফারহান-শিবানীর বিয়ের আসর,অতিথি তালিকায় রয়েছেন কারা

বিয়ে নিয়ে আর কোনও লুকোছাপা নয়। রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসছেন ফারহান -শিবানী।   ২১ তারিখ নয় বরং আগামীকাল ১৯ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। এবার ধুমধাম করে শুরু হয়ে গেল জাভেদ আখতার পুত্রের প্রাক বিবাহ পর্ব। ফারহানের মুম্বইয়ের বাড়িতেই আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের।  প্রাক বিবাহ অনুষ্ঠানে দেখা গিয়েছে বলিউড সেলিব্রিটি অমৃতা আরোরা, রিয়া চক্রবর্তী, অনুশা দান্ডেকরদের। বাড়ির ব্যালকনিতেই দেখা গিয়েছে ফারহান আখতারের সৎ মা শাবানা আজমিকেও। তবে বিয়ের অনুষ্ঠান কোথায় বসতে চলেছে তা নিয়ে ধোঁয়াশা ছিল। ফারহানের খান্ডালার ফার্মহাউজেই কি বসবে বিয়ের অনুষ্ঠান, সেই নিয়েও জল্পনা তুঙ্গে (Farhan Akhtar and Shibani Dandekar Wedding) । আপাতত ফারহান-শিবানীর বিয়ের দিকেই তাকিয়ে রয়েছে গোটা বলিউড। সূত্রের খবর ফারহানের খান্ডালার ফার্মহাউজেই বসছে বিয়ের আসর।


বলিউডে ফের  বিয়ের মরশুম। ভিক্যাটের গ্র্যান্ড ওয়েডিংয়ের রেশ  এখন কাটেনি।  বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের প্রতিটা মুহূর্তের ঝলক এখনও সোশ্যাল মিডিয়ার হটকেক। এর মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন জাভেদ আখতার পুত্র তথা বলিউডের স্বনামধন্য অভিনেতা ফারহান আখতার। দীর্ঘদিনের প্রেমিকা শিবানীর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ফারহান (Farhan Akhtar and Shibani Dandekar Wedding)। শুরু হয়ে গেছে  ফারহান আখতার ও শিবানী দান্ডেকরের বিয়ের অনুষ্ঠান।   আলোর রোশনাইত সেজে উঠেছে ফারহান-শিবানীর বিয়ের আসর । সারাজীবনের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ফারহান-শিবানী জুটি। মুম্বইয়ে দুই তারকার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে শুরু হয়ে গেছে প্রাক বিবাহের অনুষ্ঠান (Farhan Akhtar and Shibani Dandekar Wedding)। 

বিয়ে নিয়ে আর কোনও লুকোছাপা নয়। রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসছেন ফারহান -শিবানী।   ২১ তারিখ নয় বরং আগামীকাল ১৯ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। এবার ধুমধাম করে শুরু হয়ে গেল জাভেদ আখতার পুত্রের প্রাক বিবাহ পর্ব। ফারহানের মুম্বইয়ের বাড়িতেই আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের।  প্রাক বিবাহ অনুষ্ঠানে দেখা গিয়েছে বলিউড সেলিব্রিটি অমৃতা আরোরা, রিয়া চক্রবর্তী, অনুশা দান্ডেকরদের। বাড়ির ব্যালকনিতেই দেখা গিয়েছে ফারহান আখতারের সৎ মা শাবানা আজমিকেও। তবে বিয়ের অনুষ্ঠান কোথায় বসতে চলেছে তা নিয়ে ধোঁয়াশা ছিল। ফারহানের খান্ডালার ফার্মহাউজেই কি বসবে বিয়ের অনুষ্ঠান, সেই নিয়েও জল্পনা তুঙ্গে (Farhan Akhtar and Shibani Dandekar Wedding) । আপাতত ফারহান-শিবানীর বিয়ের দিকেই তাকিয়ে রয়েছে গোটা বলিউড। সূত্রের খবর ফারহানের খান্ডালার ফার্মহাউজেই বসছে বিয়ের আসর।

Latest Videos

 

 

এদিন বিকেল বেলা শিবানীর বোন অনুষাকে দেখা গিয়েছে ফারহানের বাড়ির নীচে। গাড়ির পিছনের সিটে বসে ক্যামেরার দিকে হাত নাড়াতেও দেখা গেছে। এরপরই ফারহানের গাড়িও বের হতে দেখা গেছে তার বাড়ি থেকে। ফার্মহাউজেই রওনা দিয়েছেন অভিনেতা ফারহান। সূত্রের খবর, খান্ডালার ফার্মহাউজেই বসছে সঙ্গীতের আসর। হবু বউয়ের জন্য সঙ্গীতের আসরে ডান্স পারফর্ম করবেন ফারহান। এছাড়াও শিবানীর গার্ল গ্যাং তৈরি হবু বরের বাড়ির লোকেদের টক্কর দিতে। ফারহান শিবানীর প্রাক বিবাহের অনুষ্ঠানে দেখা গিয়েছে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। দান্ডেকর সিস্টার্সদের খুবই ঘনিষ্ঠ রিয়া চক্রবর্তী।  এদিন রিয়া চক্রবর্তীকেও ফারহান -শিবানীর অ্যাপার্টমেন্টে ঢুকতে দেখা গেছে (Farhan Akhtar and Shibani Dandekar Wedding) । হলুদ রঙের লেহেঙ্গা চোলিতে দেখা গিয়েছে রিয়াকে। পাপারাৎজিদের দেখে হাত নেড়েছেন রিয়া চক্রবর্তী। তিনিও সঙ্গীতের আসর জমিয়ে দেবেন বলেই জানা গেছে।

 

 

আরও পড়ুন-গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম ছিল বাপ্পি লাহিড়ির, সোনার সন্তানের কাহিনি অবাক করবে আপনাকে

আরও পড়ুন-বিয়ের পিঁড়িতে ফারহান-শিবানী, ধুমধাম করে শুরু হয়ে গেল প্রাক বিবাহের অনুষ্ঠান,রইল ছবি

আরও পড়ুন-সাদা ব্রালেটে যৌনতার উঁকি, দুধ সাদা বিছানায় সেক্সি পোজে বেডরুম সিক্রেট ফাঁস জাহ্নবীর

 

এই নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন জাভেদ পুত্র ফারহান আখতার (Farhan Akhtar and Shibani Dandekar Wedding)। দুই সন্তানের বাবাও তিনি। প্রাক্তন স্ত্রী অধুনা ভবানীকে ডিভোর্স দিয়ে বর্তমানে শিবানী দান্ডেকরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন ফারহান আখতার। ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হয় ফারহান ও অধুনার।এখানেই শেষ নয়,  বিবাহ বিচ্ছেদের  কারণে মোটা অঙ্কের খোরপোষও দিয়েছেন ফারহান আখতার  । এবং দুই মেয়ের দেখাশোনার জন্য মোটা অঙ্কের টাকাও দিয়েছেন ফারহান। বর্তমানে দুজনে মিলেই সন্তানদের দেখাশোনা করেন ফারহান ও অধুনা। বিচ্ছেদের পরই আমেরিকান-ভারতীয় মডেল সঞ্চালিকা শিবানীর প্রেমে পড়েন ফারহান। ২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান আখতার ও শিবানী দান্ডেকর (Farhan Akhtar and Shibani Dandekar Wedding)। দীর্ঘ কয়েক বছর ধরেই তার লিভ-ইন রিলেশনশিপে ছিলেন। দীর্ঘদিন সহবাসের পর এবার বিয়ের পিঁড়িত বসে নিজেদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন বলিউডের এই হট হ্যাপেনিং কাপল।
 

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar