কঙ্গনা পেলেন ২৪ ঘণ্টা, মনীষ পেলেন ৭ দিন, এবার বিএমসির কোপে বলিউড ডিজাইনার

  • বিএমসি-র নজরে এবার মনীষের অফিস
  • বেআইনি কনস্ট্রাকশন, নোটিশ পেলেন ডিজাইনার
  • তবে সময় দেওয়া হল সাত দিন
  • কঙ্গনা পেয়েছিলেন ঘড়ি ধরে ২৪ ঘণ্টা

এবার বিএমসি-র নজরে মনীষ মালহোত্রার অফিস। গত ২৪ ঘণ্টায় ঝড় তুলেছে কঙ্গনা রানাওয়াতের অফিস ভাঙার ঘটনা। একের পর এক শিরোনামে জায়গা করে নিয়েছে এই খবর।এবার সামনে এলো মনীষ মালহোত্রার অফিস নিয়ে অভিযোগ। বলিউড ফ্যাশন ডিজাইনারকে নোটিস ধরাল বিএমসি। জানালো তাঁর অফিসেও নাকি বেআইনি কনস্ট্রাকশন হয়েছে। ৭ সেপ্টেম্বর নোটিস গেল মনীষ মালহোত্রার কাছে। 

আরও পড়ুনঃ 'আমার মরে যাওয়া উচিৎ', রিয়ার গ্রেফতারের পর বাবার ভুঁয়ো ট্যুইট ঘিরে নেটদুনিয়া তোলপাড়

Latest Videos

এমনই এক নোটিস পেয়েছিলেন কঙ্গনা রানাওয়াতও। কিন্তু তাঁর ক্ষেত্রে বিষয়টা বেশ আলাদা। কঙ্গনা রানাওয়াত পেলেন জবাব দেওয়ার জন্য মাত্র ২৪ ঘণ্টা। এরই মধ্যে তা খারিজ করে দিয়ে তাড়াতাড়ি ভেঙে ফেলা হল কঙ্গনার অফিস। যা দিয়ে গত ২৪ ঘণ্টায় ঝড় উঠেছে নেট পাড়ায়। অথচ, মনীষ মালহোত্রার জন্য বরাদ্দ হল সাত দিন। এখানেই শেষ নয়, বিতর্ক রয়েছে আরও, বিএমসি-র কোপে যে কেবলই ছিল কঙ্গনা তা স্পষ্ট অনেক দিক থেকেই। 

 

 

কঙ্গনা রানাওয়া ছিলেন না মুম্বইতে। মাত্র ২৪ ঘম্টার মধ্যে তিনি মাণ্ডি থেকে রওনা দিয়ে উপস্থিত হয়েছিলেন মুম্বইতে। কিন্তু ততক্ষণে সবটাই শেষ। অথচ মনীষ মালহোত্রা রয়েছেন মুম্বইতেই। কিন্তু তাঁর জন্য দেওয়া হয়েছে ৭ দিন। যার ফলে স্পষ্ট পাশাপাশি দুই অফিস থাকার সত্ত্বেও বিএমসি-র টার্গেট ছিল কঙ্গনা, এমনই জল্পনা এখ নেট দুনিয়ায়। যা নিয়ে একাধিকবার গত ২৪ ঘম্টা মুখ খুলেছেন কঙ্গনা রানাওয়াত। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury