
হাতে বিস্তর পরিমান ছবির সংখ্যা। পাশাপাশি একাধিক কারণ বশত প্রথম থেকেই বলিউড কুইন কঙ্গনা রানওয়াত খবরের শিরোনামে। হাতে থাকা একের পর এক ছবি ঘিরে কঙ্গনার ব্যস্ততা এখন তুঙ্গে। এরই মাঝে সোমবার প্রকাশ্যে এল কঙ্গনা রানওয়াতের পরবর্তী ছবির প্রথম লুক। এবার বায়ুসেনার ভুমিকাতে নজর কাড়বেন অভিনেত্রী। হাতে হেলমেট পেছনে যুদ্ধ বিমান। এতেই বাজিমাত কঙ্গনার।
২০১৯-এ প্রথম থেকেই পর্দায় ঝড় তুলেছিল উরি ছবি। সেখানেই পরিচালক সারভেস মেওয়ারার হাতে নতুন পরিচিতি তৈরি করেছিলেন অভিনেতা ভিকি কৌশল। সেই তালিকাতে এবার নাম লেখালেন কঙ্গনা রানওয়াত। এবার পরিচালকের হাতে পরবর্তী তাস কঙ্গনা রানওয়াত। প্রকাশ্যে এল নতুন ছবির প্রথম লুক। পরবর্তী ছবি তেজস। সেখানেই মুখ্যভুমিকাতে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনা রানওয়াতকে।
বর্তমানে কঙ্গনা ব্যস্ত থালাইভা ছবির শ্যুটিং নিয়ে। এই ছবির কাজ চলা কালিনই তিনি প্রকাশ্যে আনলেন তাঁর পরবর্তী ছবির লুক। সেখানেই বায়ুসেনার পোশাকে দেখা গেল কুইনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এই ছবি সকল বীর মহিলা বায়ুসেনার উদ্দেশ্যে। যাঁদের কাছে নিজের আগে দেশের অবস্থান। এমন এক চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে কঙ্গনা গর্বিত। পাশাপাশি সামনে আসে এই ছবি মুক্তির দিনও। ২০২১-এর এপ্রিল মাসে মুক্তি পাবে এই ছবি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।