ভিকির পর এবার কঙ্গনা, বায়ুসেনার চরিত্রে প্রথম লুকেই বাজিমাত অভিনেত্রীর

Published : Feb 17, 2020, 02:27 PM IST
ভিকির পর এবার কঙ্গনা, বায়ুসেনার চরিত্রে প্রথম লুকেই বাজিমাত অভিনেত্রীর

সংক্ষিপ্ত

প্রকাশ্যে কঙ্গনা রানওয়াতের পরবর্তী ছবির  প্রথম লুকেই বাজিমাত করলেন অভিনেত্রী উরির পর আবারও ভারতীয় সেনাকে নিয়ে ছবি প্রকাশ্যে ছবি মুক্তির দিন

হাতে বিস্তর পরিমান ছবির সংখ্যা। পাশাপাশি একাধিক কারণ বশত প্রথম থেকেই বলিউড কুইন কঙ্গনা রানওয়াত খবরের শিরোনামে। হাতে থাকা একের পর এক ছবি ঘিরে কঙ্গনার ব্যস্ততা এখন তুঙ্গে। এরই মাঝে সোমবার প্রকাশ্যে এল কঙ্গনা রানওয়াতের পরবর্তী ছবির প্রথম লুক। এবার বায়ুসেনার ভুমিকাতে নজর কাড়বেন অভিনেত্রী। হাতে হেলমেট পেছনে যুদ্ধ বিমান। এতেই বাজিমাত কঙ্গনার। 

 

 

২০১৯-এ প্রথম থেকেই পর্দায় ঝড় তুলেছিল উরি ছবি। সেখানেই পরিচালক সারভেস মেওয়ারার হাতে নতুন পরিচিতি তৈরি করেছিলেন অভিনেতা ভিকি কৌশল। সেই তালিকাতে এবার নাম লেখালেন কঙ্গনা রানওয়াত। এবার পরিচালকের হাতে পরবর্তী তাস কঙ্গনা রানওয়াত। প্রকাশ্যে এল নতুন ছবির প্রথম লুক। পরবর্তী ছবি তেজস। সেখানেই মুখ্যভুমিকাতে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনা রানওয়াতকে।  

 

 

বর্তমানে কঙ্গনা ব্যস্ত থালাইভা ছবির শ্যুটিং নিয়ে। এই ছবির কাজ চলা কালিনই তিনি প্রকাশ্যে আনলেন তাঁর পরবর্তী ছবির লুক। সেখানেই বায়ুসেনার পোশাকে দেখা গেল কুইনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এই ছবি সকল বীর মহিলা বায়ুসেনার উদ্দেশ্যে। যাঁদের কাছে নিজের আগে দেশের অবস্থান। এমন এক চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে কঙ্গনা গর্বিত। পাশাপাশি সামনে আসে এই ছবি মুক্তির দিনও। ২০২১-এর এপ্রিল মাসে মুক্তি পাবে এই ছবি। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত