হলিউড ছবির রিমেকে পরিণীতি চোপড়া, প্রথম লুকেই বাজিমাত

Published : Aug 21, 2019, 05:13 PM IST
হলিউড ছবির রিমেকে পরিণীতি চোপড়া, প্রথম লুকেই বাজিমাত

সংক্ষিপ্ত

আরও এক হলিউড ছবির রিমেক বলিউডে ছবির নাম দ্য গার্ল অন দ্য ট্রেন মুখ্যভুমিকায় অভিনয় করছেন পরিনীতি চোপড়া প্রকাশ্যে এল সেই ছবির প্রথম লুক

দ্য গার্ল ওন দ্য ট্রেন ছবির রিমেক হচ্ছে বলিউডে। সেই ছবিতেই মুখ্য ভুমিকায় অভিনয় করছেন পরিনীতি চোপড়া। বুধবার সেই ছবিরই প্রথম লুক প্রকাশ্যে নিয়ে এলেন পরিনীতা। যা দেখা মাত্রই তাক লেগে গেল দর্শকদের। এর আগে এই ধরনের ছবিতে দেখা যায়নি পরিনীতিকে। যিদ ছবির প্রেক্ষাপট জুড়েই ছিল থ্রিলার সাসপেন্স। কিন্তু বক্স অফিসে সেই ছবি বেশি দিন জায়গা করতে পারেনি। 

আরও পড়ুনঃ শ্রদ্ধা নয়, জ্যাকলিনের সঙ্গেই জুটি বেঁধে এবার নজর কাড়লেন প্রভাস

আবারও সাসপেন্স থ্রিলারে অভিনয় করতে চলেছেন পরিনীতি চোপড়া। ছবির নাম দ্য গার্ল ওন দ্য ট্রেন। হলিউডের এই ছবির নামও পরিবর্তন করা হল না বলিউডে। সাইকোলজিক্যাল থ্রিলারের প্রেক্ষাপটে তৈরি এই ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছিলেন এমিলি ব্লান্ট। সেই চরিত্রেই এবার থাকছেন পরিনীতি। বাথটবে পরিনীতির রক্তাক্ত হতবাক মুখ। যা দেখে রীতিমতন চমকে উঠতে হয়। উষ্কো চুল, চোখের তলায় কালি। 

 

 

এই ছবিতেই পুলিশের ভুমিকাতে অভিনয় করেছেন কীর্তি কুলহারি। ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে বেজায় শুশি তিনি। প্রকাশ্যেই নিজের সোশ্যাল পেজে লিখলেন যে তিনি এর আগে এই ধরনের চরিত্রে কাজ করেননি। ছবিটির পরিচালনা করছেন ঋভু দাশগুপ্ত। 

 

 

 

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল