নোরার সঙ্গে প্রেমে ভয়ঙ্কর পরিণতি ভিকির! মুক্তির পরই ভাইরাল মিউজিক ভিডিও

Published : Aug 23, 2019, 08:06 PM IST
নোরার সঙ্গে প্রেমে ভয়ঙ্কর পরিণতি ভিকির! মুক্তির পরই ভাইরাল মিউজিক ভিডিও

সংক্ষিপ্ত

মিউজিক ভিডিও ঘিরে উত্তেজনা তুঙ্গে ভিকি কৌশলের প্রথম মিউজিক ভিডিও মুক্তি পেল শুক্রবার নিজেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন সেই খবর নোরা ও ভিকির পর্দায় রসায়নে বাজিমাত

সম্পর্কের টানাপোড়েন নিয়ে মিউজিক ভিডিও তৈরি  হয়েছে এর আগে অনেক। তবে যেখানে নায়ক নায়িকা ভিকি কৌশল ও নোরা ফতেহি, তখন তাঁদের সম্পর্ক নিয়ে তো চর্চা হবেই। বেশ কয়েকদিন ধরেই ভিকি ও নোরার সম্পর্কের কানাঘুষ খবর পাওয়া যাচ্ছিল বলিউডে। না, বাস্তবে নয়, একটি মিউজিক গানের স্ক্রিপ্ট লিখে ফেলা হল সেই ধাঁচেই। 

আরও পড়ুনঃ রাম নয়, থাকছেন লীলা! ৫০০ কোটির রামায়নে রাম হলেন হৃত্বিক

খবর প্রকাশ্যে এনেছিলেন ভিকি নিজেই। তবে এবার আর ঝলক নয়, অরিজিৎ সিং-এর কণ্ঠে সম্পূর্ণ গানটিই প্রকাশ্যে এলো শুক্রবার। সেখানেই ভিকি ও নোরার সম্পর্কের এক ভয়ঙ্কর পরিণতি দিয়েই ইতি টানলেন পরিচাক। মুহুর্তে সেই ভিডিও ভাইরালও হল সোশ্যাল মিডিয়ায়।

 

 

গানের শুরুতেই চোখে পড়ে সম্পর্কের দূরত্ব। সেখান থেকেই ভিকির নজরে আসে নোরার জীবনে রয়েছেন অন্য একজন। কুড়ে কুড়ে খেতে থাকে ভিকিকে এই সত্য। সম্পর্কের গভীরতা যতই বাড়ে নোরার ততই নিজেকে ভাঙতে থাকে ভিকি। একসময় নোরাকে বাধ্য করা হয় ভিকিকে মেরে ফেলার জন্য, কিন্তু তার পর কী করলেন নোরা! উত্তর মিলবে মিউজিক ভিডিওতে। 

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল