'ড্রাগি', 'বলিউডে মাদকচক্র', বলিউডের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যে রুখে দাঁড়ালেন শাহরুখ, আমির, অজয়

  • সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকাণ্ডের পর মোড় ঘুরেছে মাদকচক্রে
  • যার জেরে উঠে এসেছিল একাধিক বলিউড তারকাদের নাম 
  • অপমানজনক মন্তব্যও উঠে আসে বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে
  • যার জেরে আইনি পদক্ষেপ নিতে চলেছে গিল্ড, যশ রাজ ফিল্ম, শাহরুখ খান, আমির খান সহ একাধিক তারকা ও প্রযোজনা সংস্থা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ক্রমশ মোড় ঘুরেছে অন্যদিকে। একের পর এক ঘটনার জেরে, সিবিআই-র হস্তক্ষেপ, রিয়া চক্রবর্তীর গ্রেফতার, মাদকচক্রে তাঁদের নাম জড়ানো নিয়ে উঠে এসেছে বলিউডের কিছু তারকাদের নাম। করণ জোহারের ২০১৯ সালের পার্টি নিয়েও নানা অভিযোগের আঙুল উঠেছে দীপিকা পাডুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, সহ প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে। যার পর দেশের অসংখ্য মানুষ সহ একাংশ সংবাদমাধ্যমও বলিউড তারকা এবং ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কোনও প্রমাণ ছাড়াই অপমানজনক মন্তব্য করে থাকে। 

যা নিয়ে চলেছিল মিডিয়ায় ট্র্যায়াল। যার বিরুদ্ধে এবার রুখে দাঁড়াল গোটা বলিউড। বহুদিন নিরবে থাকার পরই এবার আইনি পদক্ষেপ নিতে চলেছে বলিউডের একাধিক প্রযোজনা সংস্থা থেকে শুরু করে পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী। রিপাব্লিক টিভি, টাইমস নাও সহ আরও কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে। যে সকল প্রযোজনা সংস্থা এই আইনি পদক্ষেপে নিজেদের সামিল করেছে সেই তালিকা এসেছে প্রকাশ্যে। 

Latest Videos

 

 

প্রথমেই আসছে দ্য প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া, দ্য সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন, দ্য ফিল্ম অ্যান্ড টিভি প্রডিউসারস কাউনসিল, স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশন। প্রযোজনা সংস্থায় রয়েছে, আমির খান প্রোডাকশন, যশ রাজ ফিল্মস, শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেনমেন্ট, অজয় দেবগণ ফিল্ম, সলমন খান ভেনচার্স, রোহিত শেট্টি পিকচার্স, অনুষ্কা শর্মার ক্লিন স্টেট ফিল্মস, বিনোদ চোপড়া ফিল্মস, বিশাল ভরদ্বাজ ফিল্ম, রিল্যায়েন্স বিগ এন্টারটেনমেন্ট, রায় কাপুর প্রোডাকশন, ধর্মা প্রোডাকশন, কবীর খান ফিল্মস সহ একাধিক প্রযোজনা সংস্থার নাম। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'এই বাচ্চার দায়িত্ব আমার', স্যালাইন কাণ্ডে মৃত মহিলার বাড়িতে গিয়ে বললেন শুভেন্দু
Suvendu Adhikari Live: স্যালাইন কাণ্ডে মৃত মহিলার বাড়িতে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কী হবে যদি লক্ষ্মীকে কেঁড়ে নেন' মমতাকে আক্রমণ শুভেন্দুর
‘Mamata Banerjee-র ক্ষমতা থাকলে নিজের বাড়ির লোকদের জেলা হাসপাতালে পাঠান’ বিস্ফোরক Sukanta M
নিজের বাড়িতেই আক্রান্ত Saif Ali Khan! কেমন আছেন Bollywood অভিনেতা? | Saif Ali Khan News Today