শাহরুখের অফিস নিজে হাতে ডিজাইন করলেন গৌরী, দেখুন অন্দরমহলের সেই ভাইরাল ভিডিও

Published : Mar 27, 2021, 08:01 AM IST
শাহরুখের অফিস নিজে হাতে ডিজাইন করলেন গৌরী, দেখুন অন্দরমহলের সেই ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

বাড়ির অন্দরমহল থেকে শুরু করে কিং খানের অফিস নিজে হাতে সুন্দর করে সাজিয়ে দিলেন গৌরী  ডেকরেশনে বিটাউনে তাঁর জুড়ি মেলা ভার দেখেনিন শাহরুখের অফিসের অন্দর মহলের ভিডিও

শাহরুখ খানের স্ত্রী, কেবল মাত্র এখানেই গৌরী খানের পরিচয় সীমাবদ্ধ নেই। নিজের সংস্থা ও কর্ম দক্ষতার মধ্যে দিয়ে গৌরী এখন বিটাউনের এক পরিচিত নাম। যার ডিজাইনে বর্তমানে সেজে ওঠে একাধিক স্টারের অন্দরমহল। সেই তালিকা থেকে বাদ পড়েন না কেউই। পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টেরও কাজ করে থাকেন গৌরী খান। ফলে বর্তমানে কিং খানের ঘরণীর প্রসারও নেহাই কম নয়। 

আরও পড়ুন- 'আমি যদি না থাকি কথাগুলো না বলাই থেকে যাবে', পরমের ফিল্মি আদ্যোপান্ত অচেনা-অজানা সৌমিত্র

আর বাড়ির েক সদস্য যদি এমনই এক জন দক্ষ ডিজাইনার হয়ে থাকেন, তবে নিঃসন্দেহে তা বলাই বাহুল্য যে শাহরুখের অন্দরমহলও সেজে উঠবে তাঁরই ছোঁয়ায়। ঠিক তেমনটাই হয়। কয়েকদিন আগেই মন্নতকে নতুন করে সাজিয়ে তুলেছেন গৌরী খান। এবার পালা কিং খানের অফিসের। শাহরুখের অফিসের অন্দরমহলের ডডেকরেশন করে এবার সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন গৌরী। 

 

 

শাহরুখকে নিয়ে ভক্তমনে কৌতুহলের অভাব নেই। প্রতিটা পদে পদে তিনি ক্যামেরার বাইরে ঠিক কেমন জীবন যাপন করেন, তা নিয়ে প্রশ্ন করে থাকে ভক্তরা। আর তাই কিং খানের বাড়ি হোক কিংবা অফিসের অন্দরমহল, তা ঠিক দেখতে কেমন, তা জানতে চান অনেকেই। আর ভক্তদের মনের সেই ইচ্ছেই এবার পূরণ করলেন গৌরী খান, ছবি শেয়ার করা মাত্রই তা ঝড়ের বেগে ভাইরাল। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?