পর্দায় পুনরায় ফিরতে চলেছে হেরা ফেরির হাস্যরস, থাকছে রসায়ন

Published : May 25, 2019, 04:05 PM IST
পর্দায় পুনরায় ফিরতে চলেছে হেরা ফেরির হাস্যরস, থাকছে  রসায়ন

সংক্ষিপ্ত

পর্দায় ফিরছে বাবুলাল, সঙ্গে শ্যাম ও রাজু জুটি হেরা ফেরি সিকুয়াল ছবি তৈরির পরিকল্পনা

সম্প্রতিই সুনীল শেট্টি প্রকাশ্যে জানালেন হেরা ফেরি ছবির তৃতীয় সিরিজ তৈরির করার খবর। চলছে জোড় পরিকল্পনা। পর্দায় পুনরায় তিন তারকার রসায়নে মিলবে অফুরান হাস্যরসের স্বাদ।

২০০০ সালে প্রথম আত্মপ্রকাশ করেছিল এই ছবি। বক্স অফিসে বিস্তর প্রভাব ফেলে দর্শক মনে জায়গাও করে নিয়েছিল। সুনীল শেট্টি, অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল, তিন জুটির রসায়নের অনবদ্য উপস্থাপনা। যে ছবি উনিশ বছর পরেও একই ভাবে নিজের প্রভাব অক্ষুন্ন রেখেছে। রাজু, বাবুলাল ও শ্যাম, এই ছবির পর্দা জুড়ে তাদের নজর কাড়া অভিনয়ে বিস্তর প্রভাব পরে ছিল দর্শক মহলে। ছবির প্রতিটি সংলাপেই ছিল নিখুঁত কৌতুকের ছাপ।

হেরা ফেরির জনপ্রিয়তা লক্ষ্য করেই তৈরি হয়েছিল ফির হেরা ফেরি। পুনরায় একই ধাঁচে ও একই ছাঁচে গড়া গল্পের পটভূমি। একইভাবে প্রভাব বিস্তার করেছিল বক্স অফিসে। যদিও ছবির অভিনেতা সুনীল শেট্টির মতে, হেরা ফেরির শ্যুটিং পর্বই নাকি তাকে বেশি আনন্দ দিয়েছিল।

তবে সেই ছবিই বারংবার দেখা নয়, এবার এই সিরিজে নতুন সংযোজনের উদ্যোগ নিলেন সুনীল শেট্টি। কথাও বললেন পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে। যিনি হেরা ফেরি ছবির পরিচালক ছিলেন। সমস্ত কিছু পরিকল্পনা মাফিক এগোলে সম্ভবত এই বছরই মুক্তি পাবে এই ছবির তৃতীয় অধ্যায়, হেরা ফেরি ৩।  

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?