আলো নিভতেই ক্যামেরার সামনে খুলে ফেললেন পোশাক, অন্তর্বাসের সেক্সি অ্যাটায়ারে ঝড় তুললেন হিনা

  • ক্যামেরার সামনে পোশাক খুলে অন্তর্বাসে হট পোজ হিনা খানের
  • আলো কমতেই অন্তর্বাসের সেক্সি অ্য়াটায়ারে ঝড় তুলেছেন হিনা
  • জামা খুলে অন্তর্বাস পরে উদ্দাম নাচতে শুরু করেন হিনা
  • ঝড়ের গতিতে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে  দীর্ঘদিন ধরে পরিচিত  হিনা খান। নিজের ফ্যানবেস ধরে রাখতে সোশ্যাল মিডিয়ায় সর্বদাই চর্চায় থাকেন মডেল-অভিনেত্রী হিনা খান। বেরাতে গিয়ে হোকও কিংবা ফোটোশ্যুটে সবসময়েই শরীরী উষ্ণতায় যেন টেক্কা দিচ্ছেন হিনা। ছোটপর্দার ধারাবাহিক থেকে নিজের কেরিয়ার শুরু করেছেন হিনা।  কখনও টপলেস আবার কখনও ফিনফিনে অন্তর্বাসে বোল্ড অবতারে ধরা দিয়ে হামেশাই নেটিজেনদের ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী। 

আরও পড়ুন-প্রিয়ঙ্কার বিলাসবহুল বাড়িতে থাকতে বিপুল ভাড়া গুনছেন জ্যাকলিন, এই টাকায় হয়ে যাবে 'Foreign' ট্রিপ...

Latest Videos

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে হৈ চৈ ফেলে দিয়েছেন হিনা।  সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ হিনা। ব্যক্তিগত জীবনের প্রতিটি বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন হিনা। এবারও তেমনটাই করলেন। ক্যামেরার সামনে পোশাক খুলে অন্তর্বাসে হট পোজ দিয়ে লাইমলাইটে চলে এসেছেন হিনা খান। ঝড়ের গতিতে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ক্যামেরা অন অবস্থাতেই পোশাক পাল্টাচ্ছেন হিনা। তারপরই আলো কমতেই অন্তর্বাসের সেক্সি অ্য়াটায়ারে ঝড় তুলেছেন বিগবস বিজেতা হিনা। ভিডিওটিতে কালো হট প্যান্ট এবং সাদা শার্টে দেখা গেছে অভিনেত্রীকে। তারপরই জামা খুলে অন্তর্বাস পরে উদ্দাম নাচতে শুরু করেন হিনা। ক্যামেরার সামনে হিনার এই কীর্তি দেখে নেটিজেনরা বলতে শুরু করেছেন ক্যামেরা যে চলছে তা কি ভুলে গেছেন অভিনেত্রী। তবে এটা যে একদম  নিছকই মজার ছলেই করেছেন অভিনেত্রী, তা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে। আপাতত হিনার এই হট ভিডিও ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
 

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু