প্রিয়ঙ্কার বিলাসবহুল বাড়িতে থাকতে বিপুল ভাড়া গুনছেন জ্যাকলিন, এই টাকায় হয়ে যাবে 'Foreign' ট্রিপ
First Published Feb 19, 2021, 12:43 PM IST
বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়ার বাড়িতই এখন বলি সেক্সিয়েস্ট জ্যাকলিন ফার্নান্ডেজের নয়া ঠিকানা। একসময়ে যেখানে ছিল প্রিয়ঙ্কার সংসার এখন সেখানেই ঢুকে পড়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রিয়ঙ্কা চোপড়ার জুহুর বিলাসবহুল বাড়ি ভাড়া নেওয়ার পর থেকেই বিপুল অঙ্কের ভাড়া গুনতে হচ্ছে জ্যাকলিনকে। সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসা মাত্রই পেজ -থ্রির পাতা সরগরম হয়ে উঠেছে। কিন্তু জানেন কি প্রিয়ঙ্কার বাড়িতে থাকার বিপুল খরচে হয়ে যাবে আপনার সাধের বিদেশ ট্রিপ।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?