মাটিতে বসে জুতো পরিষ্কার করছেন কঙ্গনা, ছবি দেখে চমকে উঠল ভক্তমহল, বাড়ি না জুতোর দোকান

  • সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করা মাত্রই ভাইরাল 
  • কঙ্গনা রানাওয়াত মুহূর্তে ভাইরাল 
  • সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন সেলেব
  • মাটিতে বসে জুতো পরিষ্কার করছেন তিনি 

বছরের শুরুতেই এবারও নজর কাড়লেন কঙ্গনা রানাওয়াত। তাঁর পোস্ট দেখা মাত্রই চোখ কপালে উঠল কঙ্গনার ভক্তদের। সাধারণ মানুষের পোস্ট হলে নিঃসন্দেহে সকলে বলতেন এটা কোনও জুতোর দোকান। মাটিতে বসে শেষে কি না জুতো পরিষ্কার করছেন কঙ্গনা রানাওয়াত। মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়ল হু হু করে। নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠল কঙ্গনার ছবি। 

আরও পড়ুন- ৫২ মিলিয়ান ভক্তর মনে আঘাত, নতুন বছরের শুরুতে এ কী করলেন দীরিকা

Latest Videos

হিমাচলেই রয়েছেন বর্কমানে কঙ্গনা রানাওয়াত। বাড়িতে পৌঁচ্ছনোর পর থেকেই সতাফাই অভিযানে লেগে পড়েছেন তিনি। এবার পালা এলো জুতোর। পুরো একটা আস্ত আলমারি জুরে থাকা জুতো নামিয়ে ফেললেন তিনি। সাজিয়ে ফেলার পর যা দৃশ্য দাঁড়ালো তা হল, এই সংখ্যক জুতো আদৌ কি কোনও দোকানে থাকে! তা পরিষ্কার করতে বসে কাল ঘাম ছুঁটে গেল কুইনের। 

 

 

কত জোরা জুতো রয়েছে কঙ্গনার। থরে থরে তা সাজিয়ে ফেলার পর মনে হল আস্ত এক দোকান। বাড়িতে ক্লিনিং-এর কাজ করেই ক্লান্ত। বর্তমানে থালাইভি ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত কঙ্গনা। সবে মাত্র সেই ছবির কাজ শেষ করেছেন। হাতে এখন পরবর্তী ছবি। নতুন বছরে একের পর এক মুক্তির তালিকাতে এখন দেখার কতটা জমি আখরে ধরে রাখতে পারে থালাইভি। 

Share this article
click me!

Latest Videos

‘Mamata চান বাঙালি হিন্দুদের অস্তিত্ব শেষ হয়ে যাক!’ মমতাকে বেলাগাম তুলোধোনা Suvendu Adhikari-র
এপারে অ্যাকশন শুরু! লুকিয়ে ছিল, নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে গ্রেফতার ৪ বাংলাদেশী | Bangladesh | Nadia News
Suvendu Adhikari : 'পশ্চিমবঙ্গকে তালিবান হতে দেব না' #shorts #shortsvideo #suvenduadhikari
'বদলা হবে! মমতার জন্যই আমরা Pankaj Dutta-কে হারালাম' জ্বলে উঠলেন অগ্নিমিত্রা | Agnimitra Paul
Bangladesh-এ ভারতীয় পতাকার অবমাননা, ক্ষোভ উগরে যা বললেন বিজেপি বিধায়ক Shankar Ghosh