বছরের শুরুতেই এবারও নজর কাড়লেন কঙ্গনা রানাওয়াত। তাঁর পোস্ট দেখা মাত্রই চোখ কপালে উঠল কঙ্গনার ভক্তদের। সাধারণ মানুষের পোস্ট হলে নিঃসন্দেহে সকলে বলতেন এটা কোনও জুতোর দোকান। মাটিতে বসে শেষে কি না জুতো পরিষ্কার করছেন কঙ্গনা রানাওয়াত। মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়ল হু হু করে। নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠল কঙ্গনার ছবি।
আরও পড়ুন- ৫২ মিলিয়ান ভক্তর মনে আঘাত, নতুন বছরের শুরুতে এ কী করলেন দীরিকা
হিমাচলেই রয়েছেন বর্কমানে কঙ্গনা রানাওয়াত। বাড়িতে পৌঁচ্ছনোর পর থেকেই সতাফাই অভিযানে লেগে পড়েছেন তিনি। এবার পালা এলো জুতোর। পুরো একটা আস্ত আলমারি জুরে থাকা জুতো নামিয়ে ফেললেন তিনি। সাজিয়ে ফেলার পর যা দৃশ্য দাঁড়ালো তা হল, এই সংখ্যক জুতো আদৌ কি কোনও দোকানে থাকে! তা পরিষ্কার করতে বসে কাল ঘাম ছুঁটে গেল কুইনের।
কত জোরা জুতো রয়েছে কঙ্গনার। থরে থরে তা সাজিয়ে ফেলার পর মনে হল আস্ত এক দোকান। বাড়িতে ক্লিনিং-এর কাজ করেই ক্লান্ত। বর্তমানে থালাইভি ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত কঙ্গনা। সবে মাত্র সেই ছবির কাজ শেষ করেছেন। হাতে এখন পরবর্তী ছবি। নতুন বছরে একের পর এক মুক্তির তালিকাতে এখন দেখার কতটা জমি আখরে ধরে রাখতে পারে থালাইভি।