
হৃত্বিক মানেই স্পেশাল এফেক্ট। হৃত্বিক মানেই এক ভিন্ন স্বাদের উপস্থাপনা। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক ছবি সুপারহিট। পরবর্তীতে সেই গ্রাফ খানিক বদল হলেও হৃত্বিক নিজের এক আমেজ বরাবরই ভক্তদের মনে বানিয়ে রেখেছে। হৃত্বিক মাঝের কয়েকবছর সেভাবে ভক্তমহলে ফিরতে না পারলেও বরাবরই নিজের ইমেজ বজায় রেখেছেন তিনি।
আরও পড়ুন- পরিবারে আসছে নতুন অতিথি, ঘর সাজাতে ব্যস্ত বেবো, দাঁড়িয়ে থেকে ডিজাইন দিচ্ছেন করিনা
তবে ২০১৯ সাল হল এক কথায় হৃত্বিকের জন্য তুরুপের তাস। একের পর এক হিট ছবি মুহূর্তে ভাইরাল হয়েছিল বক্স অফিসে। সুপার ৩০ থেকে শুরু করে ওয়ার। এরপর আর ফিরে তাকানো হয়। একের পর এক ছবির প্রস্তাব এখন হৃত্বিকের হাতে। আবারও যেন নয়া ফর্মে ফিরে ঝড় তুলছেন হৃত্বিক রোশন। এরমাঝে গানও গেয়ে ফেলন গ্রীকগড। এখানেই শেষ নয়, এবার সামনে এলো নয়া কায়দায় সেলফি।
সেলেবদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই প্রতিমুহূর্তে আপডেট নজরে আসে। কখনও সেলফি কখনও আবার প্রয়োজনীয় নানা তথ্য। তবে ড্রোন দিয়ে সেলফি তুলে পোস্ট করতে দেখেছেন কখনও কোনও সেলেবকে! হয়তো না। এবার সেই চমকই দেখালেন হৃত্বিক রোশান। ড্রোন উড়িয়ে সেলফি তুললেন তিনি নয়া কায়দায়। ভিডিও শেয়ার করতে মুহূর্তে তা ভাইরাল।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।