পরিবারে আসছে নতুন অতিথি, ঘর সাজাতে ব্যস্ত বেবো, দাঁড়িয়ে থেকে ডিজাইন দিচ্ছেন করিনা

Published : Jan 04, 2021, 12:37 PM ISTUpdated : Jan 04, 2021, 12:43 PM IST
পরিবারে আসছে নতুন অতিথি, ঘর সাজাতে ব্যস্ত বেবো, দাঁড়িয়ে থেকে ডিজাইন দিচ্ছেন করিনা

সংক্ষিপ্ত

নতুন বাড়ি মনের মত করে সাজিয়ে নিচ্ছেন করিনা বেবি বাম্প নিয়েই ডিজাইন দিতে ব্য়স্ত মনের মত করে সাজাচ্ছেন ড্রিম হাউস  শুধু নতুন অতিথি আসার অপেক্ষা 

ঘড়ি কাঁটা এখন শুধুই দিন গুণছে। কবে পাতৌদি পরিবারে আসবে নতুন অতিথি। ২০২০-র সালে চমক লাগিয়ে একাধিক সেলেব অন্তঃসত্ত্বা হওয়া খবর সামনে এসেছে। পরিবারে দ্বিতীয় সন্তান আসতে চলেছে, তাই করিনা সইফ পরিবারে এখন ব্যস্ততা তুঙ্গে। ক্ষুদে তৈমুর এখন সেলেব। নিজেই সেলিব্রিটি, একাধিক ফ্যান পেজ থেকে শুরু করে বিপুল সংখ্যক ভক্ত, এবার পালা নতুন জনের। 

আরও পড়ুন- ফোনে চার্জ দিতে পারছেন না অক্ষয়, কারণ কি, ছবি শেয়ার করতেই ভাইরাল

তাই আগে ভাগে বাড়ি সাজানোর কাজে হাত দিলেন করিনায়। তাঁর ড্রিম হাউসে কোথায় কী কী ঠিক করতে হবে, কীভাবে ঘর সাজানো হবে, কোথায় কী থাকবে, বেবি বাম্প নিয়েই দাঁড়িয়ে থেকে সমস্তটা দেখিয়ে দিলেন তিনি। ইনস্টাস্টোরিতে সেই ছবি শেয়ার করলেন বেবো। মুহূর্তে তা সকলের চোখে পড়ে। কিছু দিনের মধ্যেই মিলবে সুখবর, ছবির কাজ শেষ করে তাই এখন কেবলই প্রস্তুতির পালা। 

 

তৈমুর যখন করিনার কোলে এসেছিল রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিল সেই ছবি। সকলের নজর থাকত ক্ষুদে নবাবের ওপর। পাপরাৎজিদের ভিড়ে বিরোক্ত হতেন বেবো সইফ। বিরক্ত হতেন শর্মিলা ঠাকুরও। এত ছোট বয়সে তৈমুরকে নিয়ে এত মাতামাতি পছন্দ ছিল না তাঁদের। এবার নতুন অতিথি আসার পালা। সকলের কড়া নজর এখন সেই খবরেই। নয়া স্টারকিডে শীঘ্রই মাতবে নেটিজেনরা। 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে