আবারও বলিউডে করোনার থাবা, সংক্রমিত এবার হৃত্বিক রোশনের মা

Published : Oct 24, 2020, 02:01 PM IST
আবারও বলিউডে করোনার থাবা, সংক্রমিত এবার হৃত্বিক রোশনের মা

সংক্ষিপ্ত

করোনার থাবা এবার হৃত্বিকের পরিবারে করোনায় আক্রান্ত পিংকি রোশন রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে জন্মদিনেই মিলল দুঃসংবাদ 

কোভিডের কোপ থেকে যেন কিছুতেই রেহাই মিলছে না বিটাউনের। একের পর এক তারকার পরিবারে কোভিড থাবা বসাচ্ছে। অমিতাভ বচ্চনের পরিবার থেকে শুরু দিলীপ কুমার, সেই তালিকা থেকে বাদ পড়ছে না যেন কেউই। তবে কোভিডকে জয় করেও বাড়ি ফিরছেন অনেকেই। এমনই অবস্থায় আবারও উদ্বিগ্ন বাড়ালো হৃত্বিক রোশানের পরিবার। এবার করোনায় আক্রান্ত হলেন রাকেশ রোশনের স্ত্রী পিংকি রোশন। 

জন্মদিনের দিনই মিলল দুঃসংবাদ। বৃহস্পতিবার হৃত্বিকের পরিবারে ছিল খুশির মেজাজ। মায়ের জন্মদিন। সেদিন সেলিব্রেশনের মাঝেই আসে কোভিড টেস্টের রিপোর্ট। সম্প্রতি ৬৭ বছরে পা দিয়েছেন পিংকি রোশন। শরীরে ছিল না উপসর্গ। কিন্তু পরীক্ষা করানো হয়েছিল তাঁর। সেই রিপোর্ট মিলতেই অবাক সকলে। শরীরে ছিল না কোন উপসর্গ। তবুও করোনায় আক্রান্ত মা, শারীরিক তেমন কোনও সমস্যা না থাকায় বাড়িতেই কোয়ারেন্টাই করা হয়েছে তাঁকে। 

 

 

অভিনেতা ও প্রযোজক রাকেশ রোশন জানিয়েছেন, ভালোই আছেন তিনি। পরিবারের বাকি সদস্যদের তেমন কোনও সমস্যা নেই। তাই সতর্কতা মেনেই রয়েছেন বাড়িতে সকলে। সেদিনই স্ত্রীকে চমক দিয়েছিলেন রাকেশ রোশন। পি লেখা বেলুন এনে শুভেচ্ছা জানিয়েছিলেন। এরপরই ম্লান পরিবারের সকলের মুখ। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

রাতের পর রাত ঘুমাতে পারেনি, বন্ধ ছিল খাওয়া-দাওয়াও! কী হয়েছিল রবিনার সঙ্গে?
Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী