মহাভারতের 'দ্রৌপদী'কে তো সবাই চেনেন, কিন্তু 'কৃষ্ণ' কে জানেন

Published : Dec 24, 2019, 04:58 PM IST
মহাভারতের 'দ্রৌপদী'কে তো সবাই চেনেন, কিন্তু 'কৃষ্ণ' কে জানেন

সংক্ষিপ্ত

দ্রৌপদীর চরিত্রে কে অভিনয় করছেন এটা সবারই জানা ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন দীপিকা পাড়ুকোন বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে নাকি কৃষ্ণের ভূমিকায় দেখা যাবে ছবির নাম বা কাস্টিং কোনওকিছুই এখন চূড়ান্ত হয়নি

মহাভারতের কাহিনী এবার উঠে আসছে সিনেমার পর্দায়। ইতিমধ্যেই ছবি নিয়ে শোরগোল  পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দ্রৌপদীর চরিত্রে কে অভিনয় করছেন এটা সবারই জানা। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দ্রৌপদীর চরিত্রে দেখা যাবে। দ্রৌপদী নয় হল, কিন্তু কৃষ্ণ হবেন কে, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে বি-টাউনে।

আরও পড়ুুন-বয়স যেন কেবলই একটা সংখ্যামাত্র, ৬৩-তে দাড়িয়ে প্রমাণ দিলেন 'মি.ইন্ডিয়া'...

'বাহুবলী' খ্যাত বিখ্যাত পরিচালক রাজামৌলি যখন  মহাভারতকে সিনেমার পর্দায় আনায় ইচ্ছাপ্রকাশ করেছিলেন তাকপর থেকেই চরিত্রদের নিয়ে জোরকদমে কানাঘুষো শুরু হয়েছে। প্রথমে কৃষ্ণের চরিত্রে বলিউড পারফেকশনিস্ট আমির খানের নাম  শোনা গিয়েছিল। তবে এখন শোনা যাচ্ছে, বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে নাকি কৃষ্ণের ভূমিকায় দেখা যাবে। ছবির  প্রযোজক এবং হৃতিকের  সঙ্গে নাকি এই নিয়ে কথাবার্তাও এগিয়ে গেছে। 

আরও পড়ুন-'রাশিয়ার যৌনকর্মী' বলে সম্বোধন, কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন কল্কি...

এই ছবিটি তিনটি ভাগে তৈরি করা হবে। ছবির নাম বা কাস্টিং কোনওকিছুই এখন চূড়ান্ত হয়নি। বিগবাজেটের এই ছবিটি পরিচালনা করবেন নীতিশ তিওয়ারি এবং রবি উদ্যাওয়ার। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন দীপিকা পাড়ুকোন। ছপাক ৮৩-এর পর এটি দীপিকার তৃতীয় ছবি প্রযোজিত হতে চলেছে।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?