'হুনরবাজ'-এর খেতাব জিতলেন আকাশ সিং, পেলেন ১৫ লাখ টাকা, খুশিতে ডগমগ পরিণীতি

Published : Apr 18, 2022, 11:55 AM ISTUpdated : Apr 18, 2022, 05:18 PM IST
'হুনরবাজ'-এর খেতাব জিতলেন আকাশ সিং, পেলেন ১৫ লাখ টাকা, খুশিতে ডগমগ পরিণীতি

সংক্ষিপ্ত

জনপ্রিয় রিয়্যালিটি শো 'হুনরবাজ-দেশ কি শান'- নিয়ে উত্তেজনার পারদ শুরু থেকেই তুঙ্গে ছিল।একের পর এক প্রতিযোগি তাদের প্রতিভা দিয়ে বিচারক তথা গোটা দেশকে মুগ্ধ করেছেন। ছোট থেকে বড় সমস্ত বয়সের প্রতিযোগিতা এই মঞ্চে এসে নিজেদের প্রতিভা বিচারক তথা গোটা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। ধামাকাদার রিয়্যালিটি শো 'হুনরবাজ-দেশ কি শান' শুরু হয়েছিল কালারসের মঞ্চে। এবার 'হুনরবাজ-দেশ কি শান'-এর প্রথম সিজনের বিজয়ী হয়েছেন বিহারের আকাশ সিং। ইতিমধ্যেই বিজয়ী হয়ে আকাশ জিতে নিয়েছেন ১৫ লাখ টাকা। এবং মুম্বইয়ের নালা সোপারার নৃত্য দল এই সিজনের দ্বিতীয় রানার আপ হয়েছেন এবং তারাও পুরস্কাপ বাবদ পেয়ে গেছেন নগদ ৫ লাখ টাকা।

জনপ্রিয় রিয়্যালিটি শো 'হুনরবাজ-দেশ কি শান'- নিয়ে উত্তেজনার পারদ শুরু থেকেই তুঙ্গে ছিল।একের পর এক প্রতিযোগি তাদের প্রতিভা দিয়ে বিচারক তথা গোটা দেশকে মুগ্ধ করেছেন। ছোট থেকে বড় সমস্ত বয়সের প্রতিযোগিতা এই মঞ্চে এসে নিজেদের প্রতিভা বিচারক তথা গোটা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। ধামাকাদার রিয়্যালিটি শো 'হুনরবাজ-দেশ কি শান' শুরু হয়েছিল কালারসের মঞ্চে। এবার 'হুনরবাজ-দেশ কি শান'-এর প্রথম সিজনের বিজয়ী হয়েছেন বিহারের আকাশ সিং। ইতিমধ্যেই বিজয়ী হয়ে আকাশ জিতে নিয়েছেন ১৫ লাখ টাকা। এবং মুম্বইয়ের নালা সোপারার নৃত্য দল এই সিজনের দ্বিতীয় রানার আপ হয়েছেন এবং তারাও পুরস্কাপ বাবদ পেয়ে গেছেন নগদ ৫ লাখ টাকা।

চলতি বছরের ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই শো। কয়েকদিনের মধ্যেই 'হুনরবাজ-দেশ কি শান'-এর মঞ্চ জমে উঠেছিল। বিচারকের আসনে ছিলেন বলিউডের তিন সুপারস্টার করণ জোহর, মিঠুন চক্রবর্তী, পরিণীতি চোপড়া। প্রতিদিনই চমকে দেওয়ার মতো পারফরমেন্সে  সকলেই চমকে দিয়েছিলেন। এবার প্রথম সিজন তার  বিজয়ীও পেয়ে গেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিযোগিদের মধ্যে সেরার সেরা হলেন বিহারের আকাশ সিং। নিজের মেধার জেরেই ট্রফি নিয়ে বাড়ি গেলেন বিহারের আকাশ সিং।  'হুনরবাজ-দেশ কি শান'-এর মঞ্চে বিজয়ী হওয়ার পর আকাশ জানান, আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি  এই শো-তে অনেক বড় হওয়ার স্বপ্ন নিয়ে নিজের যাত্রা শুরু করেছিলাম। আজ এই শো-এর খেতাব জেতার পর মনে হচ্ছে আমি সবকিছু পেয়েছি। 'হুনরবাজ-দেশ কি শান'-শো-এর বিচারক করণ জোহর, মিঠুন চক্রবর্তী, পরিণীতি চোপড়া ম্যামকে আমি ধন্যবাদ দিতে চাই। যারা আমার এই যাত্রাকে সমর্থন করেছে।  বিশেষত পরিণীতি ম্যাম যিনি আমাকে বলেছিলেন, কখনও নিজের মধ্যে অহংকার এনো না, এবং সবসময় চেষ্টা করো সবার সঙ্গে হাসি খুশি ভাবে  মিলেমিশে থাকার।

 

 'হুনরবাজ-দেশ কি শান'- এর মঞ্চে এসে আকাশ নিজের  জীবনের কঠিন লড়াইয়ের কথা তুলে ধরেছিলেন। কীভাবে নিজের সঙ্গে প্রতিটা মুহূর্তে সংগ্রাম করে বেঁচে থাকার লড়াইয়ে টিকে রয়েছেন তা সকলের সঙ্গে শেয়ার করেছিলেন আকাশ। করণ জোহর, মিঠুন চক্রবর্তী, পরিণীতি চোপড়ার সামনে নিজের জীবনের কঠিন বাস্তবটা তুলে ধরেছিলেন আকাশ।  আকাশ সকলের সামনে বলেন, এই মঞ্চই পারে আমার খিদের জ্বালা মেটাতে। যখন প্রথম মুম্বই আসি তখন খাবারের সঙ্গেই সবচেয়ে বড় লড়াই শুরু হয়।   হাজারো আলোর রোশনাইয়ের মধ্যে মুম্বইয়ের আশেপাশে কাচের দরজা দেওয়া রেস্তোরাঁ গুলো চোখ দিয়েই দেখতে হতো। পেটে খিদে কিন্তু পকেটে খাবার পয়সা ছিল না। ভগবানের কাছে একটাই প্রার্থনা করতাম কেউ যেন খাবার কথা জিজ্ঞাসা করে কিন্তু মুম্বইতে কে কাকে খাবার কথা জিজ্ঞাসা করবে। এইভাবেই প্রতিটা রাত কাটাতে শুরু করে মুম্বইতে। আকাশের তাক লাগানো ডান্স পারফরমেন্স দেখে সকলেই যেমন হতবাক হয়ে গেছিল তেমনি আবার আকাশের জীবনের বেঁচে থাকার লড়াইয়ের গল্প শুনে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে আকাশের ডান্স পারফরমেন্স সকলের মন জয় করে নিয়েছে তার প্রমাণও ফাইনালে প্রমাণিত । আকাশের এই দুর্দান্ত নাচ তাকে 'হুনরবাজ' মঞ্চে  সেরার সেরা শিরোপা দিয়েছে। 
 

আরও পড়ুন-যৌন সঙ্গম ভুললেও শরীরে বয়ে বেড়াতে হচ্ছে প্রাক্তনকে, বোমা ফাটালেন সামান্থা

আরও পড়ুন-সহবাসের প্রস্তাব থেকে মারধর, অতীত ভুলে রণবীরের বিয়ের পর কি দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিলেন করিশ্মা?

আরও পড়ুন-পূত্রবধূর জায়গায় ঐশ্বর্যকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন অমিতাভ, কেন জানেন?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত