
পরিবারের সঙ্গে বিশেষ ভাবে নারী দিবস উদযাপন করলেন ক্যাটরিনা কাইফ (katrina kaif ) । তবে পরিবার বললে একটু ভুল হবে। বিশেষ করে পরিবারের ছয় বোনের সঙ্গে নারী দিবসের (International Womens Day 2022 ) বিশেষ দিন সেলিব্রেট করলেন ক্যাটরিনা কাইফ। এবং সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী। নিজের বোনেদের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ক্যাটরিনা কাইফ (katrina kaif )। ছয় বোনেদের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাটরিনা ক্যাপশনে লিখেছেন, পরিবারে অনেক মেয়ে। সঙ্গে হ্যাশট্যাগে নারী দিবস লিখেছেন। এই ছবিতেই নারীদিবসের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
মহিলাদের জন্য বিশেষ একটি দিন হল নারী দিবস। তবে এই নারী দিবস একদিনের জন্য নয়, প্রতিটা দিনই নারী দিবস। একথা বহুবার প্রমাণ করে দিয়েছেন সাহসী নারীরা। ৮ মার্চ সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক নারী দিবস (International Womens Day) দিনটি মহা সমারোহে পালন করা হয়। সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় এই দিনটি ধুমধাম করে পালন করা হয়। নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা, ভালবাসা প্রকাশ করে এই দিনটিকে পালন করা হয়। মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবই পালন করা হয় এই দিন। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফও সামিল হলেন নারী দিবস উদযাপনে।
ক্যাটরিনার বোন ইসাবেল কাইফও(katrina kaif ) নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই ছবি শেয়ার করেছেন। ইসাবেলও বোনেদের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, সেই সমস্ত মহিলাদের প্রতি যারা ভালো সময়টাকে দারুণ করে দিয়েছেন, আর খারাপ সময়টাকে সহ্য করার ক্ষমতা দিয়েছেন। ঝড়ের গতিতে এই পোস্ট ভাইরাল হয়েছে (International Womens Day 2022 ) । ক্যাটরিনা কাইফরা সাত বোন। তিন জন ক্যাটরিনার চেয়ে বয়সে বড়। আর তিন জন বয়সে ছোট। ক্যাটরিনার চেয়ে বয়সে বড় তিন বোনের নাম স্টেফানি, ক্রিসটিন, নাতাশা এবং বয়সে ছোট বোনের নাম মেলিসা, সোনিয়া এবং ইসাবেল। এই সাতজন মিলেই নারী দিবসের দিনটি সেলিব্রেট করেছেন ক্যাটরিনা কাইফ।
বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। রাজকীয় বিয়ের রেশ খানিকটা কাটলেও তাদের বিবাহিত জীবন কেমন কাটছে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই কাজে ফিরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। যার ফলে ঠিক চুটিয়ে সংসারটা যেন হচ্ছে না ভিক্যাটের। বিয়ের সপ্তাখানেকের মধ্যে মধ্যপ্রদেশে চলে আসেন ভিকি কৌশল। ক্যাটরিনা ছিলেন জুহুর বাড়িতে। কিছুদিন আগেই ইন্দোরে এসে স্বামীর সঙ্গে দেখাও করে গিয়েছেন ক্যাটরিনা কাইফ। সেই ছবিও ধরা পড়েছিল ক্যামেরায়। বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে একে অপরের সঙ্গে ধরা দিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। শীঘ্রই বিজয় সেতুপতির সঙ্গে মেরি ক্রিসমাস ছবির কাজ শুরু করবেন ক্যাটরিনা কাইফ । সম্প্রতি সলমন খানের সঙ্গে টাইগার ৩-র ছবির প্রথম টিজারে ঝড় তুলেছেন ক্যাটরিনা কাইফ।