কনকনে ঠাণ্ডা জলে ইরফানের ডুব, স্মৃতির পাতা থেকে ভিডিও শেয়ার বাবিলের

Published : May 06, 2020, 10:42 AM IST
কনকনে ঠাণ্ডা জলে ইরফানের ডুব, স্মৃতির পাতা থেকে ভিডিও শেয়ার বাবিলের

সংক্ষিপ্ত

কনকনে ঠাণ্ডা জলে ইরফান বাবার ভিডিও শেয়ার করলেন বাবিল জলে নেমেই চমকে উঠলেন অভিনেতা মুহূর্তে ছড়িয়ে পড়ল ভিডিও 

পর পর বলিউডে দুই তারকার প্রয়াণ যেন এখনও এক দুঋস্বপ্ন। এ শোক ভোলার নয়। পরিবারের পাশাপাশি তারকাদের হাতরে বেড়াচ্ছেন ভক্তরাও। এমন সময় পরিবারের তরফ থেকে নেট দুনিয়াতেই যেন তারকাদের বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়া হল। স্মৃতির পাতায় অমর হয়েই থাকেন তারকারা চিরকাল। সোশ্যাল মিডিয়ার পাতায় ঠিক তেমন ভাবেই আজও ভক্তদের মধ্যে রয়েগিয়েছেন ইরফান খান। নেপথ্যে তাঁর পরিবার। 

আরও পড়ুনঃ মন-মেজাজ ভাল নেই 'ঝুমা' বৌদির, প্রশ্ন জাগছে ঠাকুরপোদের মনে

বাস্তবে অভিনেতার সঙ্গে আর দেখা হবে না, গত ২৯ এপ্রিল প্রয়াত হন ইরফান খান। তাঁর মৃত্যুর পরই স্ত্রী সুতপা শিকদার ও ছেলে বাবিলের তরফ থেকে জানানো হয়েছে শোকবার্তা। পরিবারের তরফ থেকে ইরফনের মৃত্যু নিয়ে মুখ খুলে সুতপা জানিয়ে ছিলেন তারকার জীবন সংগ্রামের কথা। পৃত্যহারা বাবিলের এখন একটাই আশ্রয়। স্মৃতির পাতায় বাবাকে খোঁজা। আর সেখান থেকেই একের পর এক ছবি ভিডিও শেয়ার করছেন তিনি নেট দুনিয়ায়। 

 

 

প্রতিদিনই মিলছে নিত্য নতুন ছবি ও ভিডিও। এবার সামনে এল ইরফানের একটি জলে নামার ভিডিও। এক পাহাড়ের কোলে খালি গায়ে জলে নেমে ইরফান অবাক, বরফের মত ঠাণ্ডা জল, সেই ভিডিও এবার শেয়ার করলেন বাবিল। ইরফানের এই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

বদলে দেওয়া হয়েছিল সিনেমার গল্প, সিকান্দার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রশ্মিকা
মেয়ের পর পাশে পেলেন পরিচালক কৈলাস মেননকে, ফের বিতর্ক এআর রহমানের মন্তব্য ঘিরে