
বলিউডে যেন মা হওয়ার হিড়িক লেগেছে। একের পর এক অভিনেত্রীর মা হওয়ার খবর নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। বিয়ের কয়েকমাস যেতে না যেতেই মা হতে চলেছেন আলিয়া ভাট। বলিউডের অন্দরে কান পাতলেই এই খবর শোনা যাচ্ছে। হবু মা আলিয়া ভাটকে নিয়ে কৌতুহলের শেষ নেই। যত দিন এগোচ্ছে ততই যেন জল্পনা বাড়ছে।
বিয়ের কয়েকমাসের মধ্যেই আলিয়া ভাটের মা হওয়ার খবরে হৈ চৈ পড়ে গিয়েছে টিনসেল টাউনে। আলিয়ার পাশাপাশি ক্যাটরিনা কাইফের মা হওয়ার খবর শোনা যাচ্ছে। দিনকয়েক আগেও ঐশ্বর্য রাই বচ্চনের মা হওয়ার খবরও শোনা যাচ্ছে। এবার সেই তালিকায় নাম উঠে এল রানি মুখোপাধ্যায়ের। কাজের বাইরে নিজেকে লাইমলাইটে থেকে দূরে থাকেন রানি মুখোপাধ্যায়। এবার মা হওয়ার খবরে ফের শিরোনামে উঠে এসেছেন রানি মুখোপাধ্যায়।
সম্প্রতি বলি অভিনেত্রীকে সিদ্ধি বিনায়ক মন্দিরে দেখা গেছে। সেখানেই রানি মুখোপাধ্যায়ের বেবিবাম্প প্রকাশ্যে এসেছে। তা নিয়েই জল্পনা বাড়ছে। আপাতত রানি মুখোপাধ্যায়ের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারপর থেকেই দ্বিতীয় সন্তানকে নিয়ে জল্পনা বেড়েছে। বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন বঙ্গ সুন্দরী। অকারণে অহেতুক চর্চা মোটেই তার পছন্দ নয়। আর এই কারণে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতেই পছন্দ করেন আদিত্য ঘরনি। বলিউড ইভেন্টেও আজকাল দেখা যায় না রানি মুখার্জিকে। শেষবারের মতোন করণ জোহরের জন্মদিনে দেখা গিয়েছিল রানি মুখার্জিকে। তারপর দিনকয়েক আগে ধর্মা প্রোডাকশনের শামশেরা ছবির জন্য সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রানি মুখার্জি। সেখান থেকেই প্রেগন্যান্সি নিয়ে জল্পনা বাড়ছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে গাঢ় সবুজ রঙের চুড়িদার পরেছিলেন রানি মুখোপাধ্যায়। চেহারায় সেরকম পরিবর্তন না এলেও স্ফীত পেট আড়াল করছিলেন ওড়নার সাহায্যে। আর সেটা দেখেই বেবিবাম্প নিয়ে জল্পনা বাড়তে থাকে। সকলেই বলতে থাকেন আদিত্য চোপড়া ও রানি মুখোপাধ্যায়ের দ্বিতীয় সন্তান আসতে চলেছে।
বেশ কিছুদিন আগেও কপিল শর্মার শো-তে আসন্ন ছবি 'বান্টি অউর বাবলি ২'-র প্রচারের জন্য গিয়েছিলেন রানি মুখার্জি এবং সইফ আলি খান। এবং সেখানে গিয়েই এই প্রথমবার নিজের দাম্পত্য নিয়ে বড়সড় বোমা ফাটিয়ে সকলকে চমকে দিয়েছিলেন রানি মুখোপাধ্যায়। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কপিল-এর শো-তে এসে রানি মেয়ে আদিরার কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, আদিরা নাকি এই বয়স থেকেই তার বাবা-মার উপরে ছড়ি ঘোরায়। আসলে বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় নাকি সমস্ত সুবিধা নিতে চায় সে। রানি আরও বলেন , আমি মন থেকে চাই যে কেউ আসুক যে আদিরার রাজত্বে একটু ভাগ বসাক, কিন্তু আমার বর আদিত্য রাজি হচ্ছে না কী করব,একজন ছোট কেউ এলেই তবেই আদিরা বুঝতে পারবে। রানির এই মন্তব্য ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। তবে রানির মুখে এই কথা শুনে হাসি ধরে রাখতে পারেননি কপিল-সইফরা। রানি মুখার্জি ও আদিত্য চোপড়া খুব শীঘ্রই তিন থেকে চার হওয়ার পরিকল্পনা করছেন, এবং সেকথা সকলের সামনেই অকপটে জানিয়েও দিয়েছিলেন রানি মুখার্জি। তবে কি সত্যিই দ্বিতীয় বার মা হওয়ার পরিকল্পনা করছেন আদিত্য ঘরনি, এই নিয়ে চলছে জোর জল্পনা। উল্লেখ্য, ২০১৪ সালে চুপিসাড়ে ইতালিতে পরিচালক -প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রানি মুখোপাধ্যায়। তার পরের বছরেই তাদের কোলে আসে আদিরা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।