
অনন্যা পাণ্ডে এবং ঈশান খট্টর। আলিয়া ভাট এবং জাহ্নবী কাপুরের পর এবার নেটিজেনদের রোষের মুখে এই দুই স্টারকিড। সম্প্রতি মুক্তি পেয়েছে 'খালি পিলি' ছবির টিজার। অ্যাকশন, কমেডি, রোম্যান্সে ভরপুর টিজারে ছিল এন্টারটেনমেন্টের ডাবল ডোজ। ঈশান এবং অনন্যার একেবারে অন্য রূপের সাক্ষাৎ পাওয়া গেল ছবির টিজারে।
আরও পড়ুনঃমোনোকিনিতে মোনা, নিমেষে উষ্ণতার পারদ চড়ালেন সোশ্যাল মিডিয়ায়
ট্যাক্সি চালকের ভূমিকায় ঈশান। অন্যদিকে নায়িকার ভূমিকায় একেবারে অদেখা চেহারায় ধরা দিলেন অনন্যা। তবে তাঁদের এই এক্সপেরিমেন্ট গেল বিফলে। জাহ্নবী কাপুরের গুঞ্জন সাক্সেনা দ্য কার্গিল গার্ল এবং আলিয়া ভাটের সড়ক টু যে ক্ষোভের মুখে পড়েছে সেই একই তোপে দাগা হল খালি পিলিকেও।
আরও পড়ুনঃস্বর্গের এক টুকরো এখন মনামিরই হাতে, মেলে ধরলেন নিজের স্বপ্নের পৃথিবী
একের পর এক ডিজলাইকে ভরে চলেছে টিজার। মুক্তির চব্বিশ ঘন্টা হওয়ার আগেই পাঁচ লাখ ডিজলাইক ছাড়াচে চলল টিজারটি। এমনকি কমেন্ট সেকশনেও একই রব নেটিজেনদের। সুশান্তের মৃত্যুর বিচার এভাবেই চায় তারা। স্টারকিডদের সমস্ত ছবিতে ডিজলাইক দিয়ে সেই ছবি ব্যান করার চেষ্টাও করবে তারা।
আরও পড়ুনঃ'কৃষ্ণকলি'র রাধারানির এ কোন রূপ, বৃষ্টিভেজা দিনে নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।