ম্যাজিকাল প্রেমে বিভোর জ্যাকলিন, 'বচ্চন পান্ডে' কি সোফির স্বপ্নপূরণ করতে পারবে

জ্যাকলিন ফার্নান্ডেজকে  ( Jacqueline Fernandez) নিয়ে সর্বদাই সরগরম বি-টাউন।   ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। সময় যত গড়াচ্ছে ততই যেন এই মামলা অন্য মোড় নিচ্ছে। যদিও এইসব কেচ্ছা এখন অতীত। বেশ কিছুদিন ধরে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং অক্ষয় কুমারকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বলিউডের অন্দরে। অক্ষয়ের সঙ্গে আবার কী হল জ্যাকলিনের । আসলে আপকামিং ছবি 'বচ্চন পান্ডে'-তে  (Bachchhan Pandey) জুটি বেঁধেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং অক্ষয় কুমার (Akshay kumar) । ভরপুর অ্যাকশনে ভরা এই ছবির ট্রেলার সদ্যই মুক্তি পেয়েছে। যা এখন নেটদুনিয়ার হটকেক। ছবির হিরো অক্ষয় কুমার নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার ও ট্রেলার শেয়ার করেছেন।

জ্যাকলিন ফার্নান্ডেজকে  ( Jacqueline Fernandez) নিয়ে সর্বদাই সরগরম বি-টাউন।   ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। সময় যত গড়াচ্ছে ততই যেন এই মামলা অন্য মোড় নিচ্ছে। যদিও এইসব কেচ্ছা এখন অতীত। বেশ কিছুদিন ধরে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং অক্ষয় কুমারকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বলিউডের অন্দরে। অক্ষয়ের সঙ্গে আবার কী হল জ্যাকলিনের । আসলে আপকামিং ছবি 'বচ্চন পান্ডে'-তে  (Bachchhan Pandey) জুটি বেঁধেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং অক্ষয় কুমার (Akshay kumar) । ভরপুর অ্যাকশনে ভরা এই ছবির ট্রেলার সদ্যই মুক্তি পেয়েছে। যা এখন নেটদুনিয়ার হটকেক। ছবির হিরো অক্ষয় কুমার নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার ও ট্রেলার শেয়ার করেছেন।

অক্ষয়ের (Akshay kumar)  পোস্ট করা পোস্টারে দেখা যাচ্ছে অভিনেত্রী জ্যাকলিনের ( Jacqueline Fernandez) সঙ্গে বেশ মাখোমাখো প্রেমে ধরা দিয়েছেন অক্ষয় কুমার। একে অপরের পরস্পরের চোখের দিকে তাকিয়ে একই ডাব থেকে স্ট্র ডুবিয়ে ডাবের জল পান করছেন অক্ষয় কুমার ও জ্যাকলিন ফার্নান্ডেজ। ভালবাসা ভরা সেই চাউনি থেকে স্পষ্ট 'বচ্চন পান্ডে'   (Bachchhan Pandey)  ছবিতে অ্যাকশনের পাশাপাশি রোম্যান্সও ভরপুর রয়েছে। বেশ রং চড়ানো পোস্টারের একঝলকেই নজর কেড়েছেন অক্ষয় কুমার ও জ্যাকলিন ফার্নান্ডেজ।

Latest Videos

 

 

মাথায় রঙিন পাগড়ি সঙ্গে স্ট্রাইপস শার্ট, চোখে সানগ্লাসে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে (Akshay kumar) । অন্যদিকে, মাথায় বান বেঁধে ঢিলেঢাল ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ। কুল মুডে জ্যাককে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। 'বচ্চন পান্ডে'-র পোস্টার শেয়ার করে অক্ষয় ক্যাপশনে লিখেছেন , একজন আকাশ, অন্যজন মাটি। ঠিক কী হবে যখন এই দুরকম মানুষ এক হয়ে যাবে। অক্ষয়ের পাশাপাশি ছবির নায়িকা সোফি ওরফে  জ্যাকলিনও ( Jacqueline Fernandez) ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, 'ম্যাজিক্যাল লাভ স্টোরি বোনার বহুদিনের স্বপ্ন সোফির,বচ্চন পান্ডে   (Bachchhan Pandey)  কি পারবে সোফির সেই স্বপ্নপূরণ করতে'।

 

 

আরও পড়ুন-গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম ছিল বাপ্পি লাহিড়ির, সোনার সন্তানের কাহিনি অবাক করবে আপনাকে

আরও পড়ুন-বিয়ের পিঁড়িতে ফারহান-শিবানী, ধুমধাম করে শুরু হয়ে গেল প্রাক বিবাহের অনুষ্ঠান,রইল ছবি

আরও পড়ুন-সাদা ব্রালেটে যৌনতার উঁকি, দুধ সাদা বিছানায় সেক্সি পোজে বেডরুম সিক্রেট ফাঁস জাহ্নবীর

 

ছবির পোস্টারের পাশাপাশি ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই  টানটান উত্তেজনা শুরু হয়েছে দর্শকদের মধ্যে। ছবিতে অক্ষয় কুমারকে (Akshay kumar)  একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। শুধু তাই নয়, অ্যাকশন কমেডি ঘরানার ছবিতে অক্ষয়কে একটু অন্যরকম চরিত্রে দেখা যাবে যিনি কিনা একজন গ্যাংস্টার হয়েও অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন। ছবিতে অক্ষয় কুমার ও অক্ষয় কুমার ও জ্যাকলিন ফার্নান্ডেজ ছাড়াও অভিনয় করতে দেখা যাবে বলি অভিনেত্রী কৃতি শ্যানন, আরশাদ ওয়ারসি, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর। ছবিতে কৃতি শ্যাননকে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে। যিনি আবার পরিচালক হওয়ার স্বপ্ন দেখেন। ছবিতে আরশাদ ওয়ারসিকে দেখা যাবে একজন উঠতি নায়কের ভূমিকায়। মাত্র ৩ মিনিট ৪১ সেকেন্ডে রীতিমতো ঝড় তুলেছেন অক্ষয় কুমার। 'বচ্চন পান্ডে'-র (Bachchhan Pandey) প্রতিটি চরিত্রের আভাস ট্রেলারেই পেয়ে গেছেন দর্শক। তবে সোফির ( Jacqueline Fernandez) সঙ্গে রোমান্স দেখালেই প্রেমিকাকেও মারতে পিছপা হননি বচ্চন পান্ডে। ট্রোলারে দেখেই ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। সব মিলিয়ে প্রযোজক  সাজিদ নাদিয়াদওয়ালা ও অক্ষয়ের এই বচ্চন পান্ডে জুটি দর্শকদের মনোরঞ্জন যে বেশ করতে পারবে তা ট্রেলারেই নিশ্চিত। চলতি বছরে ১৮ মার্চ হোলি পে গোলি করতে আসছে 'বচ্চন পান্ডে'। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia