অবশেষে মিলল বিদেশে যাওয়ার অনুমতি, বড়সড় স্বস্তি পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ

বড়সড় স্বস্তি পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ।  সময়টা যে মোটেই ভাল যাচ্ছে না জ্যাকলিন ফার্নান্ডেজের। কয়েক মাস আগেও লুকআউট নোটিস জারি হয়েছিল জ্যাকলিনের বিরুদ্ধে। এমনকী গত ডিসেম্বর মাসেই দুবাই যাওয়ার সময় বিমানবন্দরে  আটকে দেওয়া হয় অভিনেত্রীকে। এবার ১৫ দিনের জন্য দেশের বাইরে যেতে চান জ্যাকলিন, সেইমতো দিল্লির এক আদালতে আবেদনও করেছেন নায়িকা, দেশের বাইরে যাওয়ার অনুমতি কী মিলবে জ্যাকলিনের, তা নিয়েও জোর জল্পনা। অবশেষে জট কাটল।  দেশের বাইরে যাওয়ার অনুমতি পেলেন জ্যাকলিন। বলিউড পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-এ আবু ধাবি যাচ্ছেন জ্যাকলিন।  তিন দিন ব্যাপী এই আইফা অ্যাওয়ার্ডসে উপস্থিত থাকছেন অভিনেত্রী। তবে যাওয়ার অনুমতি যেমন পেয়েছেন তেমনই রয়েছে বেশ কিছু শর্ত। শনিবার দিল্লি আদালতের তরফে এলওসি স্থগিত করে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

Riya Das | Published : May 29, 2022 9:26 AM IST / Updated: May 29 2022, 04:59 PM IST

বড়সড় স্বস্তি পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ।  সময়টা যে মোটেই ভাল যাচ্ছে না জ্যাকলিন ফার্নান্ডেজের। কয়েক মাস আগেও লুকআউট নোটিস জারি হয়েছিল জ্যাকলিনের বিরুদ্ধে। এমনকী গত ডিসেম্বর মাসেই দুবাই যাওয়ার সময় বিমানবন্দরে  আটকে দেওয়া হয় অভিনেত্রীকে। এবার ১৫ দিনের জন্য দেশের বাইরে যেতে চান জ্যাকলিন, সেইমতো দিল্লির এক আদালতে আবেদনও করেছেন নায়িকা, দেশের বাইরে যাওয়ার অনুমতি কী মিলবে জ্যাকলিনের, তা নিয়েও জোর জল্পনা। অবশেষে জট কাটল।  দেশের বাইরে যাওয়ার অনুমতি পেলেন জ্যাকলিন। বলিউড পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-এ আবু ধাবি যাচ্ছেন জ্যাকলিন।  তিন দিন ব্যাপী এই আইফা অ্যাওয়ার্ডসে উপস্থিত থাকছেন অভিনেত্রী। তবে যাওয়ার অনুমতি যেমন পেয়েছেন তেমনই রয়েছে বেশ কিছু শর্ত। শনিবার দিল্লি আদালতের তরফে এলওসি স্থগিত করে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

 আইফা অ্যাওয়ার্ড মে মাসে আবুধাবিতে হওয়ার কথা ছিল । কিন্তু সেই দেশের রাষ্ট্রপতি মারা গিয়েছেন। তাই এই অনুষ্ঠানের আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন জুন মাসে এই অনুষ্ঠানটি করার। আগামী মাসের ২ জুন থেকে শুরু হবে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির অ্যাওয়ার্ড। আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠান আবুধাবির ইয়াস আইল্যান্ডে হওয়ার কথা ছিল। কিন্তু আরবের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল -এর মৃত্যুর পর সংযুক্ত আরব আমিরাতে ৪০ দিনের শোক পালন করা হচ্ছে। সেই কারণেই আইফা অ্যাওয়ার্ডের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ২ থেকে ৪ জুন পর্যন্ত আবুধাবির ইয়াস আইল্যান্ডে এরিনায় অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির অ্যাওয়ার্ড। সূত্র থেকে জানা গেছে আবুধাবিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির অ্যাওয়ার্ড শো-টির সঞ্চালনা করবেন বলিউড তারকা সলমন খান। এছাড়া রীতেশ দেশমুখ, মনীশ পালের মতো অভিনেতারাও থাকেছেন।

 

২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের।  প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়াতেই বড়সড় বিপাকে পড়লেন বলি নায়িকা । জ্যাকলিন ফার্ণান্ডেজ এবং সুকেশ চন্দ্রশেখরের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়। বি-টাউনের অন্দরে কান পাতলেই তাদের নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে। দিনকয়েক আগেই জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ইডি। সূত্র থেকে জানা গিয়েছে, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরূপের মামলায় ৭ কোটির টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।  তবে শুধু আবু ধাবিতে শুধু নয় একইসঙ্গে ফ্রান্স, নেপালেও ঘুরতে যাওয়ার অনুমতি দেওয়ারও আর্জি জানিয়েছেন বলি নায়িকা। তবে এত কেচ্ছার পর জ্যাকলিনকে  ফ্রান্স, নেপালে যাওয়ার অনুমতি দেওয়া আদৌ হবে কি না তা নিয়ে জোর জল্পনা চলছে।
 

আরও পড়ুন-গৌরীর সেক্সি ফিগারের পিছনে রয়েছে এই পুরুষের হাতের জাদু , বাস্তবে কি এতটা স্লিম শাহরুখ পত্নী?

আরও পড়ুন-সঙ্গমেই হয়েছিল সর্বনাশ, উদ্দাম সেক্স করে বিয়ের আগেই 'Pregnant' হয়েছিলেন সাহসী বলি ডিভারা

আরও পড়ুন-নগ্নতাই কি উরফির সাফল্যের চাবিকাঠি ? ব্রা পরে সুডৌল স্তন দেখাতেই ক্ষেপে আগুন সাইবারবাসী

Read more Articles on
Share this article
click me!