COVID in Bollywood: শাবানা আজমির পর এবার করোনায় আক্রান্ত জয়া বচ্চন, পিছিয়ে গেল করণের ছবির শ্যুটিং

কয়েকদিন আগেই মিলেছিল শাবানা আজমি করোনায় আক্রান্ত সেই খবর। এরপরই করোনায় জয়া বচ্চন। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল করণ জোহারের আগামী ছবির কাজ। 

বছর ঘুরতেই ভয়ানক ছবি ধরা পড়ছে করোনার (COVID 19) । একের পর এক সেলেব করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে সামনে। হয়ে গিয়েছে দ্বিতীয় ভ্যাকশিন, তবুও করোনায় আক্রান্তের বারবারন্ত চোখে পড়ছে সর্বত্র, কোথাও অসচেতনতার ছবি, কোথাও আবার কাজের সূত্রে বা পার্টি, জমায়েত ঘিরে বাড়ছে জল্পনা, এবার তেমনই ছবি বিটাউনে, একের পর এক করোনায় আক্রান্তের (COVID 19 Positive) খবর সামনে এলেও কোথাও গিয়ে যেন এখনও স্থগিত হচ্ছে না কাজ, সচেতনতা মেনেই চলছে শ্যুটিং, তার জেরেই এবার একে একে করোনায় সংক্রমণের ঝড়। এবার শ্যুটিং ফ্লোর থেকেই করোনায় আক্রান্ত জয়া বচ্চন। ২০২০ সালে গোটী অমিতাভ বচ্চন পরিবার করোনায় আক্রান্ত হয়েছিল। তবে বাদ ছিলেন কেবল মাত্র জয়া বচ্চন। মারণ ভাইরাস থাবা বসাতে পারেনি তাঁর শরীরে। 

এবার শ্যুটিং ফ্লোরেই ঘটল বিপত্তি। বর্তমানে রকি অউৎ রানি কি প্রেম কাহিনি-র শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন জয়া বচ্চন-শাবানা আজমি। কয়েকদিন আগেই মিলেছিল শাবানা আজমি করোনায় আক্রান্ত সেই খবর। এরপরই করোনায় জয়া বচ্চন। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল করণ জোহারের আগামী ছবির কাজ। কথা ছিল ১৪ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে এই ছবির কাজ। তবে দু-দুজন স্টার করোনায় আক্রান্ত হওয়ায় সিদ্ধান্ত বদল করতে হল করণ জোহারকে। কাস্ট ও ক্রুদের নিয়ে কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ করণ জোহর। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন জয়া বচ্চন (Jaya Bachchan)। 

Latest Videos

আরও পড়ুন-Movie Baba Babu O:'বাবা হওয়ার ফায়দাটা পুরো তুলেছি', 'বাবা বেবি ও' নিয়ে একান্ত সাক্ষাৎকারে যিশু

আরও পড়ুন-একদিকে অজয় দেবগণের প্রথম লুক অন্যদিকে ছবির নতুন পোস্টার, ফের খবরে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি

আরও পড়ুন-Ramesh Deo Passes Away : চলে গেলেন অমিতাভ-রাজেশের সহ অভিনেতা রমেশ দেও, শোকস্তব্ধ বি-টাউন

২০২১-এর শেষ থেকেই আবারও জাঁকিয়ে বসেছে করোনা (COVID 19), ঝড়ে গতিতে বেড়ে চলেছে সংক্রমণ। সেলেব দুনিয়া (Cine World) থেকে শুরু করে সাধারণ মানুষ, আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এরই মাঝে একের পর এক সেলিব্রিটিদের করোনা পজিটিভ  (Corona Positive) খবর নেট দুনিয়ার পাতায় উঠে আসতে দেখা যাচ্ছে। সিনে দুনিয়াকে ছন্দে ফেরাতে মরিয়া সেলেবমহল এবার একের পর এক করোনার জেরে গৃহবন্দি, বাড়ছে সংক্রমণ, একের পর এক একের পর এক সেলেব করোনায় আক্রান্ত হওয়ার পরই ঝড়ের গতীতে ভাইরাল হয়ে ওঠে সেই খবর, সংক্রমণের মাত্রা এতটাই দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে যে নিত্য বিভিন্ন মহল থেকে মিলছে করোনা সংক্রমণের খবর। সেই তালিকায় এবার যোগ দিলেন জয়া বচ্চন, ভক্তদের মনে আবারও উদ্বেগ বচ্চন পরিবার নিয়ে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today