দুরন্ত অ্যাকশনে ভরা 'পাঠান'-এর শ্যুটিং এগোল কতদূর, শাহরুখ -দীপিকা- জন কেন যাচ্ছেন রাশিয়া

  • সিদ্ধার্থ আনন্দ পরিচালিত  ছবি 'পাঠান'-এর শুটিং নিয়ে ব্যস্ত শাহরুখ খান
  • দীপিকা পাড়ুকোনের সঙ্গে দীর্ঘদিন বাদে পর্দা শেয়ার করছেন বাদশা
  •  শুটিং সেটের বাইরে জন আব্রাহামকে দেখা মাত্রই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়
  • শীঘ্রই ছবির শুটিংয়ের জন্য রাশিয়া উড়ে যাবেন বলি তারকারা

২০১৮ সালের পর বড়পর্দায় আর দেখা যায়নি বলিউডের কিং খান শাহরুখ খানকে। সময় যত এগিয়েছে ততই বেড়েছে উন্মাদনার পারদ। বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিয়েই দর্শকমনেই সবসময়েই উত্তেজনা রয়েছে। অবশেষে নয়া চমক নিয়ে হাজির হয়েছেন অভিনেতা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত  ছবি 'পাঠান'-এর শুটিং নিয়ে ব্যস্ত শাহরুখ খান। আপাতত পাঠান নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

 

Latest Videos

 

প্রথমত দীর্ঘদিন বাদে রূপোলি পর্দায় ফেরা। দ্বিতীয়ত নায়ক হিসেবে শাহরুখ খানই ছবি ইউএসপি নয়, রয়েছে অন্য সমীকরণও। এই ছবি দিয়েই ফের যশ রাজ ব্যানারের সঙ্গে কাজ করছেন শাহরুখ। একসময়ে যশ রাজ ব্যানারেই একের পর এক হিট ছবি ভক্তদের উপহার দিয়েছেন কিং খান। যার ফলেই উত্তেজনা তুঙ্গে। এখানেই শেষ নয়, ছবির নায়িকাকে নিয়েও উত্তেজনা তুঙ্গে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে দীর্ঘদিন বাদে পর্দা  শেয়ার করছেন বাদশা। এছাড়াও ছবিতে রয়েছেন জন আব্রাহাম। অতিথি শিল্পী হিসেবে সলমন খানকেও দেখা যাবে ছবিতে।

আরও পড়ুন-Shocking, কলকাতা ছেড়ে সুদূর মুম্বইতে গোপনে বিয়ে সারলেন ঋতাভরী, বিয়ের খবরে হতবাক নায়িকা...

 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' -ছবির শুটিং গত বছর নভেম্বর মাস থেকেই শুরু হয়েছে। ২ এপ্রিল থেকেই  ছবির শুটিং শুরু করার কথা ছিল বলিউডের ফিটনেস ফ্রিক জন আব্রাহামের। শুটিং সেটের বাইরে জন আব্রাহামকে দেখা মাত্রই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।  ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। এই প্রথমবার পাঠান-এর সেটে দেখা গিয়েছে জনকে। কালো পোশাকে 'ম্যান ইন ব্ল্যাক' মুডে ধরা দিয়েছেন জন আব্রাহাম।

 

অ্যাকশন-প্যাকড এই ছবিতে রয়েছে পরতে পরতে টুইস্ট। মুম্বই ছাড়া বিদেশের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হবে বলে জানা গেছে। ছবির বেশ কয়েকটি দৃশ্যের শ্যুটিংও হবে দুবাইয়ের বুর্জ খলিফায়। শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম খুব শীঘ্রই ছবির শুটিংয়ের জন্য রাশিয়া উড়ে যাবেন। প্রায় একমাসের লম্বা শিডিউল রয়েছে পাঠান-এর। ছবিতে মিউজিক কম্পোজ করছেন বিশাল-শেখর।

 

 

 

ছবিতে যেন কোটির খেলা লেগেছে। পাঠান- ছবির জন্য সকলেই দর হাঁকিয়েছেন। ছবির জন্য দীপিকা পাড়ুকোন পারিশ্রমিক নিচ্ছেন ১৫ কোটি, এবং জন নিচ্ছেন ২০ কোটি কিন্তু শাহরুখের পারিশ্রমিক প্রকাশ্যেই আসতেই চোখ কপালে নেটিজেনদের। সবচেয়ে বেশি পারিশ্রমিকের তালিকায় বরাবরই শুরুর দিকে থাকেন বলিউডের কিং খান।  সলমন খান, অক্ষয় কুমারের মতোন তাবড় তাবড় অভিনেতাদের পিছনে ফেলে প্রথম স্থানে রয়েছেন শাহরুখ খান। ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছে শাহরুখের পারিশ্রমিক। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন শাহরুখ খান। নিজের ইনস্টাগ্রামে ১ মার্চ নতুন ছবি ডার্লিংস-এর নামও ঘোষণা করেন শাহরুখ।  ছবিতে আলিয়া ভাট অভিনয় করছেন। পাশাপাশি এই ছবিতেই সহ প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন আলিয়া ভাট।
 

Share this article
click me!

Latest Videos

'ফিরহাদ হাকিমের পিএ কালী কোটি কোটি টাকা তোলে' বাঘাযতীনের ফ্লাট ভাঙার ঘটনায় বিস্ফোরক শুভেন্দু
দাম্পত্য কলহের এইরকম পরিণতি! শুনলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য Bardhaman-এ | Bardhaman News Today
'IC কে বাধ্য করব মমতার পোষ্যদের গ্রেফতার করতে', দেশপ্রিয় পার্কে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
জামিন পেয়ে আজই জেল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন | Jyotipriya Mallick Bail | Bangla News
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি